বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

আজ ৫১ হাজার পদে চাকরির নিয়োগপত্র দেবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: রোজগার মেলা থেকে ফের নিয়োগপত্র বিলি করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  আজ মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের ৫১ হাজার পদে চাকরিপ্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন তিনি।  রাষ্ট্রীয় রোজগার মেলার অধীনেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই নিয়োগপত্র দেওয়া হবে। যে সমস্ত মহিলা ও পুরুষ এদিন নিয়োগপত্র হাতে পাবেন তাঁরা কেন্দ্রের  ডাক বিভাগ, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস দপ্তর, অ্যাটোমিক এনার্জী, আয়কর দপ্তর, উচ্চশিক্ষা দপ্তর সহ একাধিক মন্ত্রক ও বিভাগে যোগদান করবেন। বছরে ২ কোটি সরকারি চাকরি হওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২০১৪ সালে  ক্ষমতায় এসেছিলেন মোদি। সেই প্রতিশ্রুতি অধরাই রয়ে গিয়েছে। তাঁর সরকারের আমলে কর্মসংস্থানের হাল নিয়ে সরব বিরোধীরা। এই পরিস্থিতিতে  রোজগার মেলার মাধ্যমে নিযোগপত্র বিলির উদ্যোগ নেন মোদি। এর আগেও হয়েছে এই মেলা। যদিও সরকারের বিভিন্ন বিভাগে দশ লক্ষ শূন্যপদ ফাঁকা রয়েছে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয়মন্ত্রী জিতেন্দ্র সিং সংসদে জানিয়েছিলেন, রোজগার মেলার মাধ্যমে শূন্যপদ পূরণ করা হবে। সেইমতোই প্রধানমন্ত্রী চাকরিপ্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। দেশের ৪৬টি স্থান থেকে চাকরিপ্রাপকরা রোজগার মেলায় যোগ দেবেন। যাঁরা এদিন নিয়োগপত্র পাবেন তাঁরা ‘কর্মযোগী প্রারম্ভ’ প্রকল্পের মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়াতে পারবেন । এরজন্য অনলাইন পোর্টালও খোলা হয়েছে। দেশের যে কোনও প্রান্ত থেকে যে কোনও ডিভাইস থেকে ৬৭০ কোর্স করার সুযোগও খোলা থাকছে তাঁদের সামনে।

26th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ