বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

২ হাজারের নোট কেন্দ্রের প্রশাসনিক  ব্যর্থতা, সরব ব্যাঙ্ক কর্মচারী সংগঠন, বদলের জন্য হাতে মাত্র ৫ দিন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মোদি সরকারের উদ্দেশ্য ঠিক কী ছিল? পুরনো নোট বাতিল নাকি নয়া চমক দিতে ২ হাজার টাকার নোট চালু করা? ৩০ সেপ্টেম্বরের দোরগোড়ায় দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তর খুঁজতেই ব্যস্ত আম জনতা থেকে অর্থনীতিবিদরা। কারণ, ২০১৬ সালে ঘটা করে আত্মপ্রকাশ করা ২ হাজার টাকার নোট পাঁচদিন পর থেকে আর ব্যবহারযোগ্য নয়। 
এবছর ১৯ মে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল ২০০০ টাকার নোট বন্ধ হয়ে যাবে, তা বদল করতে হবে দেশবাসীকে। সেই প্রক্রিয়া শুরু হয় ২৩ মে। সময় দেওয়া হয়েছিল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। কেন্দ্রীয় ব্যাঙ্কের তথ্য বলছে, ২০০০ টাকার নোটের ৯৩ শতাংশই ইতিমধ্যে ব্যাঙ্কে জমা বা বিনিময় করা হয়েছে। অর্থাৎ, মাত্র ৭ বছরেই বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে মোদির সাধের গোলাপি নোট। অথচ, সেই নোট ব্যাঙ্ক কিংবা এটিএম থেকে জোগাড় করতে পেতে কালঘাম ছুটেছিল দেশবাসীর। অফিস কামাই করে, রাত জেগে হত্যে দিয়ে পড়ে থাকতে হয়েছিল ব্যাঙ্ক অথবা এটিএমের সামনে।আর, সোমবার বেলঘরিয়া রথতলার একটি পেট্রল পাম্প এবং ধর্মতলার একটি হোটেলে বিজ্ঞপ্তি নজরে পড়েছে—‘দয়া করে ২০০০ টাকার নোট দেবেন না।’
২০১৬ সালের ৮ নভেম্বর পুরনো পাঁচশো ও হাজার টাকার নোট বাতিল ঘোষণা করেছিল মোদি সরকার। পরিবর্তে আনা হয় ২০০০ টাকার নোট এবং ৫০০ টাকার নতুন নোট। যুক্তি দেওয়া হয়েছিল, জাল নোট এবং সন্ত্রাসে মদত দেওয়া ঠেকাতে এই পদক্ষেপ। বিরোধীদের প্রশ্ন, তাহলে হঠাৎ করে কেন ২ হাজার টাকা নোট বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে? তাহলে কি মোদি সরকারের ‘স্বার্থ পূরণ’ হয়ে গিয়েছে। এপ্রসঙ্গে অর্থনীতিবিদ অভিরূপ সরকার বলেন, ‘কত পরিমাণ নোট ব্যাঙ্কে ফিরে এসেছে, তার পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ্যে আনা উচিত। তাতে বোঝা যাবে, অর্থ তছরুপ হয়েছে কি না। কারণ, এটা হতেই পারে বেনামে প্রচুর নোট জমা পড়েছে। যদি আরবিআই এই তথ্য না দেয়, তবে ধরে নিতে হবে তাদের উপর কেন্দ্রের চাপ রয়েছে।’ অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি রাজেন নাগর বলেন, ‘চালু করার মাত্র সাত বছরের মধ্যে প্রত্যাহার— দু’হাজারি নোটের সমগ্র বিষয়টি কেন্দ্রের এক বিরাট প্রশাসনিক ব্যর্থতা। নোটগুলি ছাপাতে বহু টাকা খরচ হয়েছে। এখন তা নষ্ট করতেও খরচ হবে অনেক টাকা। অনভিপ্রেত...।’

26th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ