বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

বাংলার লক্ষাধিক প্রতিবাদী মানুষের দিল্লিযাত্রা রুখেছে মোদি সরকার, তীব্র ক্ষোভ তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় সরকারের কাছে বাংলার প্রাপ্য আদায়ের দাবিতে দিল্লির বুকে লক্ষাধিক মানুষের জমায়েত ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু প্রশাসনকে কাজে লাগিয়ে বিজেপি এই কর্মসূচিতে নানাভাবে বাধার সৃষ্টি করছে। অভিযোগ তুলল জোড়াফুল শিবির। তৃণমূলের বক্তব্য, ওই কর্মসূচিতে অংশগ্রহণকারী দলীয় কর্মীদের দিল্লির রামলীলা ময়দানে থাকা-খাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। তবে তাতেও থেমে থাকবে না কর্মসূচি। দিল্লির বুকে এই কর্মসূচি ২ ও ৩ অক্টোবর। আর এই গোটা কর্মসূচি নিয়ে ২৭ অথবা ২৮ সেপ্টেম্বর ভার্চুয়াল মাধ্যমে বার্তা দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবসের কর্মসূচিতে ঘোষণা করা হয়েছিল—২ অক্টোবর, গান্ধীজয়ন্তীতে দেশের রাজধানীর বুকে বৃহত্তর আন্দোলন হবে। ১০০ দিনের কাজ, আবাস যোজনা, গ্রাম সড়ক যোজনাসহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্র টাকা দিচ্ছে না। এই বক্তব্য সামনে রেখে দিল্লিতে আন্দোলন সংগঠিত করতে চলেছে তৃণমূল। জোড়াফুল শিবিরের পক্ষ থেকে ঘোষণা করা হয়, ২ অক্টোবর দিল্লির রাজঘাটে প্রার্থনা করা হবে। পরদিন, ৩ অক্টোবর যন্তর-মন্তর থেকে কৃষি ভবন পর্যন্ত হবে পদযাত্রা। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে ৩ তারিখ সাক্ষাতের সময় চেয়েছিল তৃণমূল। কিন্তু সেই অনুমতি পাওয়া যাচ্ছে না বলেই খবর। তবুও প্রতিবাদ কর্মসূচি করবেন তৃণমূলের কর্মীরা। 
বাংলাতেও থাকবে তার ঝাঁঝ। প্রত্যেকটি পঞ্চায়েত এলাকায় তৃণমূল কর্মীরা এই কর্মসূচিতে শামিল হবেন। মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান, প্রদীপ প্রজ্জ্বলন করা হবে গ্রাম বাংলায়। আর ৩ অক্টোবর দিল্লির কর্মসূচি গ্রামবাংলার প্রতিটি ব্লকে তুলে ধরার পরিকল্পনা নিয়েছে তৃণমূল। সমগ্র বিষয়টি নিয়ে ২৭ অথবা ২৮ তারিখ রাজ্যের সমস্ত জেলার তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে মিলিত হবেন অভিষেক। ১০০ দিনের কাজে যাঁরা বঞ্চিত, তাঁরাও থাকবেন। সকলের উদ্দেশে বার্তা দেবেন তিনি। কেন দিল্লির বুকে আন্দোলন, কী বাংলার দাবি, সকলের কর্তব্য কী—সবটা সেদিন তুলে ধরবেন অভিষেক। জেলার বিভিন্ন প্রান্তে জায়ান্ট স্ক্রিন, সাউন্ড বক্স, ছোট মঞ্চের ব্যবস্থা করা হচ্ছে। 
২১ জুলাই প্রথম কর্মসূচির কথা ঘোষণা করেন অভিষেক। তারপর থেকে দিল্লি অভিযানের গোটা কর্মসূচি তাঁরই নেতৃত্বে হতে চলেছে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বাংলার কণ্ঠকে বিজেপি ভয় পাচ্ছে। তাই নানাভাবে বাধা দেওয়া হচ্ছে তৃণমূলের কর্মসূচিতে। দিল্লির রামলীলা ময়দানে কর্মীদের থাকা-খাওয়ার অনুমতি দেওয়া হয়নি। বাংলার লক্ষাধিক মানুষকে দিল্লি যাওয়া আটকে দিয়েছে মোদির পার্টি। তবে এই মহতী কর্মসূচি আটকে থাকবে না। বাংলার টাকা কোন অধিকারে কেন্দ্র আটকে রেখেছে, তার জবাব দাবিসহ জোরালো প্রতিবাদ হবেই। 

26th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ