বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

অক্টোবর মাসেই সমস্ত অমীমাংসিত অভিযোগের নিষ্পত্তি চায় পিএফ দপ্তর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশজুড়ে জমে থাকা পিএফ সংক্রান্ত অভিযোগগুলির আগামী মাসে নিষ্পত্তি করতে চাইছে শ্রমমন্ত্রকের অন্তর্ভুক্ত এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)। ২ অক্টোবর গান্ধীজয়ন্তী থেকে শুরু হচ্ছে এই উদ্যোগ। কাজের অগ্রগতির চূড়ান্ত রিপোর্ট দিল্লিতে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। স্বচ্ছ ভারত অভিযানকে অক্টোবর মাসে বিশেষ গুরুত্ব দেয় কেন্দ্রীয় সরকার। তার অংশ হিসেবে যেমন পিএফ অফিস ও কর্মী-অফিসারদের থাকার জায়গাগুলিকে পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে, তেমনই নিদান দেওয়া হয়েছে অভিযোগ সংক্রান্ত সমস্যাগুলির নিরসনেরও। 
পিএফ সংক্রান্ত হরেক অভিযোগ দপ্তরে জমে আছে। তার নিষ্পত্তির জন্য আঞ্চলিক অফিসগুলিতে আলাদা সেল থাকে। পাশাপাশি ‘নিধি আপকে নিকট’ নামে একটি প্রকল্পে প্রতিমাসের ২৭ তারিখে দরবার বসায় ইপিএফও। তাদের নিজস্ব অফিসের বাইরে আঞ্চলিক এলাকায় ক্যাম্প করে অভিযোগের শুনানিসহ নিষ্পত্তির চেষ্টা করা হয়। তারপরও বহু অভিযোগ অমীমাংসিত রয়ে যায়। আরও কিছু সমস্যার সুরাহার জন্য তদ্বির করা হয় নানা মহল থেকে। সেইসব অভিযোগ বা অনুরোধগুলিরও নিষ্পত্তি চাইছে দপ্তর। 
অভিযোগ নিষ্পত্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইপিএফও। সেখানে অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলি হল—সাংসদ এবং রাজ্য সরকারের তরফে আসা বিষয়গুলি, ক্যাবিনেট নোট, সংসদে প্রদত্ত যেসব প্রতিশ্রুতি তিনমাসেও পূরণ হয়নি, পিএমও থেকে আসা বিষয়গুলি, কেন্দ্রের কাছে নাগরিকদের অমীমাংসিত অভিযোগগুলি প্রভৃতি। সোশ্যাল মিডিয়া সূত্রে প্রাপ্ত অভিযোগের নিষ্পত্তি বাকি থাকলে সেগুলিকেও গুরুত্বসহকারে বিবেচনা করতে বলা হয়েছে। কোন অফিসার কী কী বিষয় দেখবেন, তার তালিকাও প্রস্তুত করা হয়েছে পিএফ কর্তৃপক্ষের তরফে। 

26th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ