বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

‘মমতার সঙ্গে বসেই আসন রফা’, চব্বিশে মোদিকে চমকে দেবে ইন্ডিয়া, বার্তা রাহুলের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসেই আসন রফা। আর তাতে কোনওরকম মতানৈক্যের প্রশ্ন নেই। মহাজোট ‘ইন্ডিয়া’র আসন বণ্টন নিয়ে বিজেপির লাগাতার কটাক্ষের মধ্যেই সরাসরি আক্রমণ ফিরিয়ে দিলেন রাহুল গান্ধী। রবিবার এক অনুষ্ঠানে তিনি বললেন, ‘মমতাজি (বন্দ্যোপাধ্যায়) একসময় কংগ্রেসেই ছিলেন। তাঁর সঙ্গে কাজ করেছি। তাই কোনও সমস্যা নেই। আমরা বসে আসন রফা করে নেব।’ অর্থাৎ রাহুল গান্ধী এদিন বুঝিয়ে দিলেন, বিরোধী জোট এবার লড়ছে বৃহত্তর স্বার্থের লক্ষ্যে। দিল্লিতে আম আদমি পার্টি হোক, কিংবা বাংলায় তৃণমূল কংগ্রেস, রাজ্য রাজনীতিতে লড়াই থাকলেও দেশের স্বার্থে প্রত্যেকটা দল এখন জোটবদ্ধ। যারা যেখানে শক্তিশালী, সেখানে তাদেরই গুরুত্ব থাকবে। কারণ, রাজ্যভিত্তিক মতভেদ সরিয়ে রেখে এখন প্রত্যেক দল ‘ফ্লেক্সিবল’। প্রত্যেকে কোনও না কোনও ক্ষেত্রে আপস করেই সর্বসম্মত হচ্ছে। আর এর অন্যথা হবে না।
রাহুল গান্ধীর স্পষ্ট বার্তা, চমকের জন্য তৈরি থাকুন নরেন্দ্র মোদি। এদিন তিনি বলেছেন, ‘বিরোধীদের নিজেদের মধ্যে কোনও রাজনৈতিক লড়াই হচ্ছে না। এই নির্বাচন হতে চলেছে সম্পূর্ণ আলাদা। ভারতের আত্মার উপর যেভাবে লাগাতার আঘাত করা হচ্ছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এই লড়াই। একদিকে বিজেপি-আরএসএস, অন্যদিকে আমাদের ইন্ডিয়া। দেশের ৬০ শতাংশ মানুষই আমাদের দিকে। তাই এটুকু বলতে পারি, চব্বিশে চমকে যাবে বিজেপি।’ 
ভারত জোড়ো যাত্রা এবং কর্ণাটক বিধানসভা ভোটে জয়ের পর আত্মবিশ্বাস বেড়েছে রাহুলের। পাঁচ রাজ্যের আসন্ন ভোটেও কংগ্রেসের ইতিবাচক ফল দেখছেন তিনি। বললেন, ‘মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে আমাদের জয় নিশ্চিত। রাজস্থানে লড়াই কিছুটা হাড্ডাহাড্ডি, তবে শেষমেশ জিতব আমরাই। তেলেঙ্গানায় কংগ্রেসের দিকে পাল্লা ভারী। বিজেপি ওখানে নেই।’ মহিলা সংরক্ষণ বিল ‌ইস্যুতে রাহুলের মন্তব্য, ‘বিলই পাশ হয়েছে। আসলে মহিলাদের কিছুই দিচ্ছে না বিজেপি। বলছে ১০ বছর পর আইন কার্যকর হবে। আসলে আরএসএস মহিলাদের জায়গা দিতে চায় না। তবে কেন্দ্রে বিরোধী জোট ক্ষমতায় এলে জনগণনা বা আসন পুনর্বিন্যাসের অপেক্ষা করবে না। আইন কার্যকর হবে।’ 
অনুষ্ঠানে খোলা মনে ‘র‌্যাপিড ফায়ারের’ মুখোমুখিও হন তিনি। ঘাম ঝরানো, নাকি ঘরে বসে নেটফ্লিক্স? ভারতীয় নাকি চাইনিজ খানা? মার্শাল আর্টস না স্কুবা ডাইভ? ভারত জো‌ড়োর সময়কার দাড়িওয়ালা নাকি ক্লিন শেভড? পাঞ্জাবি না টি-শার্ট? ইন্ডিয়া না ভারত? ভালোবাসার মানুষ কে? ঝড়ের গতিতে রাহুলের জবাবে প্রেক্ষাগৃহ ফেটে পড়েছে হাততালিতে। রাহুল বলেছেন, ‘মা আর বোনই আমার সবচেয়ে ভালোবাসার মানুষ।’ কিন্তু দেশের নাম বদল? রাহুলের অস্ত্র কিন্তু সংবিধানই—‘ইন্ডিয়া দ্যাট ইজ ভারত’। 

25th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ