বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

কানাডায় ফের খুন খলিস্তানপন্থী, দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের

টরোন্টো: কানাডায় অভ্যন্তরীণ দ্বন্দ্বে ফের এক খলিস্তানপন্থী ‘জঙ্গি’র মৃত্যু। কানাডার উইনিপেগ এলাকায় সুখদোল সিং ওরফে সুখা দুনেকের একটি গ্যাং ওয়ারে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ভারতের মোগা জেলার অন্যতম কুখ্যাত গ্যাংয়ের সদস্য ছিল সে। তার পাশাপাশি প্রকাশ্যে খলিস্তানের দাবির জোরালো সমর্থকও ছিল। উল্লেখ্য, খলিস্তানপন্থী হরজিত সিং নিজ্জরও এই বছরের জুন মাসে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর হামলায় প্রাণ হারায়। তার মৃত্যুর পিছনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের হাত রয়েছে বলে দাবি করেন। যাকে কেন্দ্র করে ভারত ও কানাডার কূটনৈতিক সংঘাত এখনও চলছে। এদিকে লরেন্স বিষ্ণোই গ্যাং এই খুনের দায় স্বীকার করেছে বলে দাবি করা হচ্ছে। জেলবন্দি কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইর বিরুদ্ধে পাঞ্জাবি গায়ক সিদ্ধু মুসেওয়ালা খুনের মূলচক্রী হওয়ার অভিযোগ রয়েছে। জেলে থাকাকালীন বলিউড তারকা সালমান খানকে খুনের হুমকি দিয়েও শিরোনামে এসেছিল লরেন্স। উল্লেখ্য, গ্যাংয়ের মাথা দীর্ঘদিন ধরে জেলে থাকলেও গোটা পাঞ্জাব জুড়ে এখনও দাপট বজায় রেখেছে লরেন্সের সাগরেদরা। জেলে বসেই সঙ্গী গোল্ডি ব্রারের সঙ্গে সিদ্ধু মুসেওয়ালা খুনের ব্লুপ্রিন্ট তৈরি করেছিল সে। একটি ফেসবুক পোস্টের মাধ্যমে লরেন্সের গ্যাং সুখদোল সিংকে খুনের দায় স্বীকার করেছে বলে খবর। যদিও তা সত্যি কিনা তা এখনও স্পষ্ট নয়।

21st     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ