বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

দুর্নীতি ধামাচাপা  দিচ্ছে সিবিআই? ডিরেক্টরকে তলব ক্ষুব্ধ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা হাইকোর্টের নজরদারিতে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্ত চলছে। সিবিআইয়ের বাছাই করা অফিসারদের নিয়ে বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’ গঠন করে দিয়েছে আদালত। তারপরও তদন্তের গতিপ্রকৃতি ও অগ্রগতি নিয়ে বারবার আদালতে ভর্ৎসিত হতে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। এই আবহে বুধবার মামলার কেস ডায়েরির সূত্রে জানা যায়, সিটের সদস্যই নন, এমন ব্যক্তিও জেরা করেছেন অভিযুক্তদের! ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি নিয়োগ দুর্নীতির রহস্য উন্মোচনের বদলে আদতে তা ধামাচাপা দিতে চাইছে সিবিআই? এই প্রেক্ষিতে সরাসরি সিবিআইয়ের ডিরেক্টর প্রবীণকুমার সুদকে ভার্চুয়ালি হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিটের সদস্যদের কর্মদক্ষতা নিয়ে ডিরেক্টরের কাছে রিপোর্টও তলব করেছেন তিনি। আগামী ৪ অক্টোবর বেলা ২টোর সময় ভার্চুয়াল মাধ্যমে হাজির হয়ে সিবিআই কর্তাকে আদালতের যাবতীয় প্রশ্নের উত্তর দিতে হবে। 
মঙ্গলবারই বিচারপতি গঙ্গোপাধ্যায় অভিযুক্তদের সঙ্গে তদন্তকারী অফিসারদের যোগসাজশের আশঙ্কা প্রকাশ করেছিলেন। সিবিআইয়ের পেশ করা কেস ডায়েরি খতিয়ে দেখে বুধবার তিনি বলেন, ‘কেস ডায়েরি দেখে ভয়ঙ্কর কিছু তথ্য পাচ্ছি। সিটের সদস্য নয়, এমন ব্যক্তিও ঘুষ দিয়ে চাকরি পাওয়া শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করেছেন। এটা কীভাবে সম্ভব?’ বিচারপতি আরও জানান, টাকা দিয়ে চাকরি পাওয়া তিন শিক্ষকের বয়ান নথিভুক্ত রয়েছে। সেখানে দেখা যাচ্ছে, তাঁরা কাকে টাকা দিয়ে চাকরি পেয়েছেন, সেই প্রশ্নটাই করা হয়নি। অথচ, একই প্রশ্ন বারবার করা হয়েছে। তদন্ত প্রক্রিয়া নিয়ে রীতিমতো বিরক্তি প্রকাশ করে বিচারপতির মন্তব্য, ‘বিশল্যকরণী আমি খুঁজে আনব। ঘুষ দিয়ে চাকরি পাওয়া ওই শিক্ষকদের বয়ান রেকর্ডের পরও কোনও কার্যকরী পদক্ষেপ করেনি সিবিআই। আদালতের নির্দেশেই ওই চার শিক্ষক গ্রেপ্তার হয়েছেন।’
সিবিআইয়ের ঢিলেঢালা মনোভাবে ক্ষুব্ধ বিচারপতি আরও বলেন, ‘এই মামলায় আর কোনও আধিকারিকের প্রয়োজন নেই। প্রধানমন্ত্রীকে প্রয়োজন। সিবিআই আদালতের সঙ্গে খেলা করছে। তারা দুর্নীতির পর্দা ফাঁস করার লক্ষ্যে তদন্ত করছে না। মানুষকে বোকা বানাচ্ছে।’ সিটের আধিকারিকদের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিচারপতির নির্দেশ, সিবিআইয়ের ডিরেক্টর প্রবীণকুমার সুদকে ভার্চুয়ালি হাজিরা দিয়ে আদালতের যাবতীয় প্রশ্নের উত্তর দিতে হবে। সিটের আধিকারিকদের সঙ্গে কথা বলে একটি রিপোর্টও জমা দেবেন তিনি।   
আদালতের এই মন্তব্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি দুর্নীতির শিকড়ে পৌঁছনোর বদলে সিবিআই দুর্নীতির তথ্য আড়াল করতে চাইছে? আসলে কি তারা অভিযুক্তদের সুবিধা পাইয়ে দিতে চাইছে? মঙ্গলবার সিবিআইয়ের উদ্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ‘আপনারা দোষীদের আড়াল করার চেষ্টা করছেন। সিবিআই আধিকারিকরা অভিযুক্তদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে থাকা দপ্তরের আধিকারিকরা কী করছেন, সেটা তাঁকে জানানো দরকার।’ পরের দিনও এভাবে আদালতের তোপের মুখে পড়ল সিবিআই। 

21st     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ