বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক শব্দই উধাও কেন্দ্রের বিলি করা সংবিধানে

সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি: নয়া সংসদে ‘নতুন’ সংবিধান! ‘প্রস্তাবনা’ থেকে উধাও দু’টি গুরুত্বপূর্ণ শব্দ—সোশ্যালিস্ট এবং সেকুলার। অর্থাৎ সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ। দেশের নাম নিয়ে বিতর্কের পর এবার খোদ সংবিধান ‘বদলে’ দেওয়ার অভিযোগ মোদি সরকারের বিরুদ্ধে। পুরনো থেকে নতুন সংসদ ভবনে যাওয়ার অনুষ্ঠান উপলক্ষ্যে সাংসদদের উপহার দেওয়া হয়েছে ‘ভারতের সংবিধানে’র প্রতিলিপি। সেটির প্রথম পাতার ‘প্রস্তাবনা’য় চোখ পড়তেই চক্ষু চড়কগাছ কংগ্রেস, তৃণমূল এমপিদের। দ্বিতীয় ও তৃতীয় লাইনে সোনালি অক্ষরে জ্বলজ্বল করছে কেবল তিনটি শব্দ—সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র। বুধবার এনিয়ে সংসদ চত্বরেই হল্লা জোড়েন কংগ্রেসের লোকসভার নেতা অধীররঞ্জন চৌধুরী। প্রশ্ন তোলেন, কেন নেই গুরুত্বপূর্ণ শব্দ দু’টি? তবে কি এর পিছনে রয়েছে মোদি সরকারের কোনও গভীর অভিসন্ধি? সরব হন তৃণমূলের রাজ্যসভার এমপি দোলা সেনও। এই সওয়ালে চাপে পড়ে যায় মোদি সরকার এবং বিজেপি। তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নামেন কেন্দ্রীয় আ‌‌ইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল। তাঁর দাবি, এটি আসল সংবিধানের কপি। ১৯৪৯ সালে গৃহীত সংবিধানে ওই শব্দ দু’টি ছিল না। এনিয়ে অহেতুক জলঘোলা হচ্ছে।
সোনিয়া গান্ধী পর্যন্ত এদিন অধীরবাবুর তোলা ইস্যুকে সমর্থন জানিয়েছেন। বিরোধীদের অভিযোগ, আরএসএসের হিন্দু-হিন্দি-হিন্দুস্তান এজেন্ডা চরিতার্থ করতেই বিজেপির এমন ফন্দি! সরাসরি ‘হিন্দুরাষ্ট্র’ ঘোষণা না করে ‘কৌশলে’ ধর্মনিরপেক্ষ শব্দটি বাদ দেওয়া হচ্ছে সংবিধান থেকে।
তড়িঘড়ি এনিয়ে সাফাই দিতে নামেন কেন্দ্রীয় মন্ত্রী মেঘওয়াল। জানান, ‘১৯৭৬ সালে ৪২তম সংবিধান সংশোধনে ওই শব্দ দু’টি অন্তর্ভুক্ত হয়। আমরা এমপিদের আসল সংবিধানের কপি দিয়েছি। তাই সেখানে শব্দ দু’টি নেই। এতে বিতর্কের কী আছে?’ যদিও তাতে সন্দেহ কাটছে না। কারণ, সংবিধান থেকে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ বাদ দিতে লাগাতার চেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির। কয়েক বছর আগে সুপ্রিম কোর্টে মামলাও দায়ের করেছিলেন বিজেপি ঘনিষ্ঠরা। যদিও তা খারিজ হয়ে যায়। ২০২০ সালেও বিজেপি এমপি রাকেশ সিনহা শব্দ দু’টি মোছার প্রস্তাব দেন সংসদে। সেই আগুনে ঘৃতাহুতি দিয়েছে নতুন সংসদ ভবনে দেওয়া সংবিধানের কপি।

21st     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ