বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

সামরিক সম্পর্কে ছেদ পড়বে না, দাবি সেনাকর্তার

নয়াদিল্লি: কূটনীতির ময়দানে যতই লড়াই চলুক তার প্রভাব পড়বে না ভারত-কানাডার সামরিক সম্পর্কে। বুধবার এমনই আশ্বাস দিলেন ভারতীয় সেনার এডিজি (স্ট্র্যাটেজিক প্ল্যানিং) মেজর জেনারেল অভিনয় রাই। সামনেই ইন্দো-প্যাসিফিক আর্মিস চিফস কনফারেন্স। আগামী ২৬-২৭ সেপ্টেম্বর দিল্লি ক্যান্টনমেন্টের মানেকশ সেন্টারে আয়োজিত হবে সেই সম্মেলন। তাতে যোগ দেওয়ার কথা কানাডার সামরিক প্রতিনিধি দলেরও। খলিস্তানি নেতা খুন ইস্যুতে বর্তমানে দু’দেশের সম্পর্ক তলানিতে। তাই জল্পনা তৈরি হয়েছে ওই প্রতিনিধি দলের সফর নিয়ে। এদিন সেই গুজব উড়িয়ে দিয়েছেন মেজর জেনারেল অভিনয় রাই। তিনি বলেন, ‘কানাডিয়ান আর্মির ডেপুটি কমান্ডার মেজর জেনারেল পিটার স্কট দিল্লিতে আসছেন। তাঁর প্রতিনিধি দলও আসছে। চীনের সঙ্গে সংঘাত সত্ত্বেও আমরা সর্বস্তরে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। তেমনই কানাডার সঙ্গেও আমাদের কূটনৈতিক দৌত্য এবং সামরিক সহযোগিতা চলবে।
সেনাপ্রধানদের এই কনফারেন্সে হাজির থাকবেন মার্কিন সেনার চিফ অব স্টাফ জেনারেল জেমস ম্যাকনভিল। ভারতীয় সেনার স্টাফ জেনারেল মনোজ পান্ডের সঙ্গে তিনটি অনুষ্ঠানে তিনি সহ সঞ্চালনা করবেন। থাকবে আমেরিকার সেনা প্রতিনিধি দলও।

21st     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ