বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

ফের জাগবে বিক্রম-প্রজ্ঞান, অপেক্ষায় ইসরো

নয়াদিল্লি: অবশেষে অপেক্ষার অবসান। আগামিকাল, ২২ সেপ্টেম্বর সূর্যোদয় দেখবে চাঁদের দক্ষিণ মেরুর ‘শিবশক্তি পয়েন্ট’। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই ১৫ দিনের লম্বা ঘুম ভেঙে জেগে উঠবে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার ‘বিক্রম’। গা-ঝাড়া দিয়ে উঠে দাঁড়াবে রোভার ‘প্রজ্ঞান’-ও। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানীদের আশা, সূর্যের আলো পেলেই ফের বিক্রম ও প্রজ্ঞানের সঙ্গে যোগাযোগ সম্ভব হবে। মাইক্রোব্লগিং সাইট ‘এক্স’-এর নিজস্ব হ্যান্ডেলে ইসরো লিখেছে, ‘আশা করা হচ্ছে, বিক্রমের সৌর প্যানেলগুলি পর্যাপ্ত সূর্যরশ্মি পাবে। আপাতত প্যানেলগুলি গরম হয়ে কাঙ্খিত তাপমাত্রায় পৌঁছনো পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তারপরই আমরা পুনরায় যোগাযোগ স্থাপনের প্রক্রিয়া শুরু করব।’ 
গত ২৩ আগস্ট ভারতেরই নামাঙ্কিত চাঁদের দক্ষিণ মেরুর শিবশক্তি পয়েন্টে সফ্ট ল্যান্ডিং করে বিক্রম ল্যান্ডার। অভিযানের মূল উদ্দেশ্য ছিল, ‘চাঁদের মাটিতে গোটা একটা দিন কাটিয়ে সেখানকার পরিবেশ সম্পর্কে যত বেশি সম্ভব তথ্য সংগ্রহ করা। কারণ, চাঁদের একদিন পৃথিবীর ১৪ দিনের সমান। এই ১৪ দিন ধরে চাঁদের দক্ষিণ মেরুতে প্রচুর পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে বিক্রম ও প্রজ্ঞান। মাটির চরিত্র বিশ্লেষণ করে খুঁজে পেয়েছে সালফার ও অক্সিজেনের অস্তিত্ব। মেপেছে চন্দ্রপৃষ্ঠের উষ্ণতাও। আবার ঘুমিয়ে পড়ার ঠিক আগে অভূতপূর্ব কাণ্ড ঘটিয়েছিল বিক্রম। থ্রাস্টার চালু করে চন্দ্রপৃষ্ঠে প্রায় ১৬ ইঞ্চির লাফ দিয়েছিল সে। ইসরো জানিয়েছিল, চাঁদ থেকে নমুনা নিয়ে আসা বা সেখানে মহাকাশচারী পাঠানোর ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করেছে এই ‘হপ এক্সপেরিমেন্ট’। সবমিলিয়ে বিজ্ঞানীদের প্রত্যাশাকে ছাপিয়ে নিজেদের কার্যকারিতা প্রমাণ করেছে দুই ‘বন্ধু’। তারপর একটি নিরাপদ জায়গা দেখে ঘুম পাড়িয়ে দেওয়া হয় ‘ভারতের দূত’কে। তবে বিক্রমের সৌর প্যানেলগুলিকে সূর্যের দিকে তাক করেই রাখা হয়েছে। যাতে এতটুকু সূর্যালোকও নষ্ট না হয়। চালু রাখা হয়েছে বিক্রমের রিসিভারটিকে। সেই সঙ্গে ব্যাটারিগুলিকেও সম্পূর্ণ চার্জ করে রাখা হয়েছে। বিক্রমে রয়েছে ক্রায়ো-টলারেন্ট যন্ত্রপাতি ও লিথিয়াম আয়ন ব্যাটারি। তাই রাতেরবেলা চাঁদের হিমশীতল তাপমাত্রার কোনও প্রভাব এদের উপর পড়বে না বলেই আশাবাদী ইসরোর বিজ্ঞানীরা।
রাত পোহালেই সেই মাহেন্দ্রক্ষণ। ঘুম কি ভাঙবে বিক্রমের? অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসী।

21st     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ