বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

৫ দশকে সর্বনিম্ন সঞ্চয়, বেড়েছে ব্যক্তিগত দেনা

নয়াদিল্লি: টগবগিয়ে ছুটছে জিডিপি বৃদ্ধির ঘোড়া। এমনই দাবিতে মশগুল নরেন্দ্র মোদি সরকার। কিন্তু বাস্তবে সংসার চালাতে কালঘাম ছুটছে আম জনতার। পাল্লা দিয়ে কমছে রোজগার। আর এই জোড়া ফলায় বিদ্ধ ভারতবাসীর পারিবারিক সঞ্চয়। কমতে কমতে যা গত প্রায় পাঁচ দশকে সর্বনিম্ন হয়ে দাঁড়িয়েছে। এই সঙ্গীন চিত্র এখন স্পষ্ট খোদ রিজার্ভ ব্যাঙ্কের তথ্যেই। তাদের হিসেবে ২০২২-২৩ অর্থবর্ষে দেশের মোট পারিবারিক সঞ্চয়ের পরিমাণ ১৩ লক্ষ ৭৭ হাজার কোটি। আগের আর্থিক বছরের তুলনায় যা ১৬ লক্ষ ৯৬ হাজার কোটি কম। শতকরা হিসেবে সঞ্চয় হ্রাসের পরিমাণ ১৯ শতাংশ। করোনা মহামারীর বছরেও দেশবাসীর সিন্দুকে এতটা টানাটানি পড়েনি। ২০২০-২১ অর্থবর্ষে ভারতে মোট পারিবারিক সঞ্চিত সম্পদের পরিমাণ ছিল ২২ লক্ষ ৮০ হাজার কোটি টাকা। তারপর থেকেই ভাটার টান। গোদের উপর বিষফোঁড়ার মতো মাথা তুলেছে ব্যক্তিগত ধারদেনাও। ২০২১-২২ অর্থবর্ষে ভারতীয় পরিবারগুলির ধারদেনার বার্ষিক হার ছিল জিডিপির ৩.৮ শতাংশ। পরের বছরেই তা বেড়ে ৫.৮ শতাংশে পৌঁছে গিয়েছে। এই বৃদ্ধির হার স্বাধীনতার পর থেকে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০০৬-০৭ অর্থবর্ষে তা ৬.৭ শতাংশে পৌঁছেছিল। এই পরিসংখ্যানে স্পষ্ট যে, ধারদেনা করেই সাংসারিক খরচ সামলাতে হচ্ছে সাধারণ মানুষকে।
জিডিপির নিরিখে ২০২১-২২ অর্থবর্ষে দেশের বাসিন্দা পরিবারগুলির মোট আর্থিক সঞ্চয় ছিল ৭.২ শতাংশ। গত আর্থিক বছরে তা কমে দাঁড়িয়েছে ৫.১ শতাংশে। আবার রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্ট অনুসারে, পারিবারিক ধারদেনার মোট বহরও ২০২২-২৩ অর্থবর্ষে বেড়ে পৌঁছেছে জিডিপির ৩৭.৬ শতাংশে। এক বছর আগেও যা ছিল প্রায় ১ শতাংশ কম। মূল্যবৃদ্ধির সঙ্গে তুলনা করলে গত আট বছরে সারা দেশেই প্রকৃত রোজগার সেভাবে বাড়েনি। কিন্তু পাল্লা দিয়ে বেড়েছে স্বাস্থ্য ও শিক্ষা খাতে খরচ। ২০২১ সালে ভারতে চিকিৎসা সংক্রান্ত মুদ্রাস্ফীতির হার ছিল ১২ শতাংশ, যা এশিয়ার দেশগুলির মধ্যে সর্বাধিক। এর হাত ধরে গত পাঁচ বছরে চিকিৎসার খরচ প্রায় দ্বিগুণ হয়েছে। শিক্ষাক্ষেত্রে ১১ থেকে ১২ শতাংশ বেড়েছে ব্যয়। এর ফলে সঞ্চয়ে টান, ধারদেনা বাড়ছে বলে মত ওয়াকিবহাল মহলের। 
এই পরিস্থিতিতে সরকারি অর্থ খরচই জিডিপি বৃদ্ধির হার ধরে রেখেছে বলে ইঙ্গিত আরবিআইয়ের এই তথ্যে। বেসরকারি খরচ ও লগ্নি সেভাবে বৃদ্ধির পালে হাওয়া দিতে পারছে না। বিষয়টিকে উদ্বেগজনক বলেই দাবি আর্থিক বিশেষজ্ঞদের। তাদের আশঙ্কা, চলতি অর্থবর্ষে সঞ্চয় বৃদ্ধি না পেলে  ব্যয় ও লগ্নি—উভয়ই ধাক্কা খেতে পারে।

20th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ