বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

মহারাষ্ট্রে শুরু গণপতি উৎসব

মুম্বই: মহা ধুমধামের সঙ্গে মঙ্গলবার থেকে মহারাষ্ট্রে শুরু হয়ে গেল গণেশ উৎসব। আগামী দশদিন ‘গণপতি বাপ্পা’কে নিয়ে মেতে উঠবেন মুম্বইকররা। সোমবার রাত থেকেই বাড়িতে বাড়িতে গণেশ মূর্তি আনা শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার সকালেও বাড়িতে গণেশ মূর্তি আনার ব্যস্ততা ছিল শিশু থেকে বৃদ্ধ- সকলের মধ্যে। অটো রিকশ, ব্যক্তিগড় গাড়ি করে নানা আকারের মূর্তি আনা হয় বাড়িতে। ঢোল-তাশা বাজিয়ে ‘গণপতি বাপ্পা মোরিয়া’ জয়ধ্বনি দিতে দিতে গণেশ ঠাকুরকে মণ্ডপে বসানো হয়। গণেশ ঠাকুর মুম্বইকরদের বড় আপন। সেই ১৮৯০ সালে জাতীয়তাবাদী নেতা বালগঙ্গাধর তিলকের হাত ধরে মহারাষ্ট্রে গণপতি উৎসব শুরু হয়।

Generated by Embed Youtube Video online


কালে কালে মারাঠি সংস্কৃতির অঙ্গ হয়ে গিয়েছে এই গণেশ উৎসব। গণেশ পুজো উপলক্ষ্যে সব্জি বাজার, ফুল বাজার, মিস্টির দোকানগুলিতে ভিড় ছিল চোখে পড়ার মতো। সাবেকি পুজোর পাশাপাশি থিমের পুজো এবারও নজর কেড়েছে। চন্দ্রযান ৩-এর সাফল্য এবং আদিত্য-এল১-এর সফল উৎক্ষেপণ নিয়ে চর্চা দেশজুড়ে। থিম মেকাররাও এই দুই ঘটনা থেকে মুখ ফিরিয়ে নিতে পারেননি। বস্তুত মহারাষ্ট্রের বহু পুজোর থিমই চন্দ্রযান ৩ এবং আদিত্য-এল১। পাশাপাশি অযোধ্যার রামমন্দিরের আদলে প্যান্ডেলও চোখে পড়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে এবং উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ নিজেদের সরকারি বাসভবনে গণেশ আরাধনা করেন। একনাথ বলেন, ‘রাজ্যবাসীর সুখ, সমৃদ্ধি এবং শান্তির জন্য ভগবান গণেশের কাছে প্রার্থনা করেছি।’ পরিবারের সদস্যদের নিয়ে তাঁর সরকারি বাসভবন ‘বর্ষা’য় পুজো সারেন তিনি। পুনেতে বিখ্যাত দাগদুশেঠ গণপতি প্যান্ডেলে ‘প্রাণ প্রতিষ্ঠা’ পুজো করেন আরএসএস প্রধান মোহন ভাগবত। বরাবরের মতো এবারও মুম্বইয়ের গণেশ উৎসবের অন্যতম মূল আকর্ষণ জিএসবি সেবা মণ্ডলের ‘মহাগণপতি’। এ বছর গণেশ প্রতিমাকে সাড়ে ৬৬ কেজি সোনা এবং ২৯৫ কেজির বেশি রুপোয় সাজানো হয়েছে। মণ্ডলের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার নিরাপত্তায় মণ্ডপের সামনে ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা বসানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গণপতি উৎসব উপলক্ষ্যে এবার ১৩ হাজার ৭৫০ জন পুলিসকর্মীকে রাস্তায় নামানো হয়েছে। এঁদের মধ্যে ১১ হাজার ৭২৬ জন কনস্টেবল এবং ২ হাজার ২৪ জন আধিকারিক। এবার ২ হাজার ৭২৯টি সর্বজনীন পুজোর অনুমতি দিয়েছে প্রশাসন। দর্শনার্থীদের সুবিধার জন্য বিশেষ ট্রেন চালাচ্ছে কোঙ্কন রেলওয়ে।

20th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ