বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

নয়া সংসদ ভবনে সেলফি তুলতে ব্যর্থ পর্যটকরা, নিরাপত্তার অতিরিক্ত কড়াকড়িতে ক্ষোভ

দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: বছর চব্বিশের সংহিতা ঘটমান বিভিন্ন ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করেন। প্রধানত করোনা পর্বে লকডাউনের সময় থেকে এই নেশা শুরু হয়েছে তাঁর। ভেবেছিলেন, পুরনো সংসদ ভবন থেকে যেদিন আনুষ্ঠানিকভাবে নয়া পার্লামেন্ট বিল্ডিংয়ে স্থানান্তর ঘটবে, সেদিন অন্তত বাইরে থেকে হলেও একটা ভিডিও করবেন। মঙ্গলবার পাকাপাকিভাবে সেই স্থানান্তর হয়েছে। কিন্তু সংহিতার ইচ্ছাপূরণ হয়নি।
Generated by Embed Youtube Video online


অফিস ট্যুরে সোমবারই দিল্লিতে এসেছেন অমৃতসরের বাসিন্দা নীতিন তলওয়ার। কাজ মিটে গিয়েছে মঙ্গলবার সকালের মধ্যেই। সহকর্মীর সঙ্গে তাই চলে এসেছিলেন পার্লামেন্ট ভবনের সামনে। উদ্দেশ্য স্থানান্তরের মুহূর্তর সাক্ষী থাকা। অন্তত নতুন সংসদ ভবনকে যতটা সম্ভব পরিষ্কারভাবে ব্যাকগ্রাউন্ডে রেখে যদি একটা ছবি তোলা যায়। সেই আশা মেটেনি। শুধুমাত্র সংহিতা কিংবা নীতিন নয়। এদিন কমবেশি একই অভিজ্ঞতার সাক্ষী উৎসাহী দিল্লিবাসী অথবা সাধারণ পর্যটকদের একাংশ। কারণ মঙ্গলবার সংসদের বিশেষ অধিবেশন নতুন পার্লামেন্ট বিল্ডিংয়ে শুরু হতেই বাইরে ফিরেছে নিরাপত্তার বজ্র আঁটুনি। পার্লামেন্ট সেশন চলাকালীন নিরাপত্তার কড়াকড়ি হবে, এতে অস্বাভাবিক কিছু নেই। কিন্তু প্রশ্ন উঠছে, যা কোনও তথাকথিত ‘এন্ট্রি পয়েন্ট’ই নয় এবং মূলত সাধারণ মানুষের চলাফেরার জন্যই, কড়াকড়ি সেখানেও কেন এত বেশি? অকুস্থল আদতে সংসদ ভবনের পাঁচ নং গেট। যে গেটের সামনে দাঁড়ালে নতুন চত্বরের বিস্তৃত অংশ নজরে আসে। নতুন সংসদ ভবন তৈরি হয়ে যাওয়ার পরে স্বাভাবিক কারণেই ওই জায়গাটি আম আদমি কিংবা পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। কিন্তু এখন সেই পাঁচ নং গেটও সম্পূর্ণ ব্যারিকেড দিয়ে মুড়ে দিয়েছে দিল্লি পুলিস। রয়েছেন আধা সামরিক বাহিনীর জওয়ানরাও। আগে যেখানে ওই গেটে সিঁড়ির একেবারে শেষ ধাপে দাঁড়িয়ে কার্যত গেটে হাত দিয়েই ছবি তোলা যেত, আপাতত সেই সিঁড়ির প্রথম ধাপ দূর অস্ত, বেশ কয়েক হাত দূরে রাখা ব্যারিকেড পর্যন্ত পৌঁছতে দেওয়া হচ্ছে না। ধেয়ে আসছে প্রশ্নবাণ। ব্যারিকেডের কাছেও বেশিক্ষণ দাঁড়াতে দেওয়া হচ্ছে না। দিল্লির প্রীতবিহারের বাসিন্দা সানিয়া শর্মা বলেন, ‘আমি গত বাদল অধিবেশনেও এসেছিলাম। এই গেটের একেবারে কাছ পর্যন্ত গিয়ে ছবি তুলেছি, ভিডিও করেছি। তখনও তো সেশন চলছিল। আটকানো তো হয়নি।’ উপস্থিত পুলিসকর্মীদের বক্তব্য, পাঁচ নং গেট যেহেতু নতুন সংসদ ভবনের প্রায় লাগোয়া এবং সেখানেই অধিবেশন চলছে, তাই ওই গেট ‘এন্ট্রি’ কিংবা ‘এক্সিট’-এর জন্য ব্যবহার করা না হলেও নির্দিষ্ট প্রোটোকল মানতেই হবে। যদিও অতীতে সংসদের অধিবেশন চলাকালীনও যে রাস্তায় বিনা বাধায় এগিয়ে একেবারে পার্লামেন্টের রিসেপশন পর্যন্ত পৌঁছনো যেত, রেলভবনের পাশের সেই পথও আপাতত ব্যারিকেড-বন্দি। একমাত্র বৈধ পাস থাকলেই মিলছে ওই রাস্তায় এগনোর ছাড়পত্র।

20th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ