বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

শারদ পাওয়ারকে খুনের হুমকি
পদক্ষেপের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

মুম্বই: এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ারকে সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকি দেওয়ার ঘটনায় তোলপাড় মহারাষ্ট্র। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপের দাবিতে মুম্বইয়ের পুলিস প্রধান বিবেক ফানসলকরের সঙ্গে দেখা করেন শারদ-কন্যা তথা দলীয় সাংসদ সুপ্রিয়া সুলে। হুমকি মেসেজের স্ক্রিনশটের প্রিন্ট আউটও জমা দেওয়া হয়েছে পুলিসের কাছে। এনসিপি নেতৃত্বের দাবি, ১০ বছর আগে সমাজকর্মী নরেন্দ্র দাভোলকরকে যেভাবে খুন করা হয়েছিল, শারদ পাওয়ারেরও একই পরিণতি হবে বলে হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় চরম উদ্বিগ্ন এনসিপি কর্মীরা। এর পিছনে বিজেপিরই হাত রয়েছে বলে অভিযোগ তাঁদের। এই পরিস্থিতিতে কর্মীদের কাছে শান্তি বজায় রাখার আর্জি জানিয়েছে এনসিপি নেতৃত্ব। মুম্বইয়ের দক্ষিণ অঞ্চল সাইবার থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিস। শুক্রবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে বলেছেন, বিশেষ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে সরকার। এ ব্যাপারে তিনি পুলিসকে যথাযথ তদন্তের নির্দেশও দিয়েছেন। শারদ পাওয়ারকে ‘প্রবীণ সম্মানীয় নেতা’ উল্লেখ করে সিন্ধে জানিয়েছেন, এনসিপি সুপ্রিমোর নিরাপত্তার জন্য সবরকম ব্যবস্থা করবে সরকার। প্রয়োজনে পাওয়ারের নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে পুলিসকে। একইসঙ্গে মুখ্যমন্ত্রীর অভিযোগ, কয়েকদিন ধরে কিছু লোক রাজ্যে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করছে। কিন্তু রাজনৈতিক স্বার্থসিদ্ধির চেষ্টায় কোনওরকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। সিনিয়র এনসিপি নেতা অজিত পাওয়ার জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় সৌরভ পিম্পলকর নামে একজনের অ্যকাউন্ট থেকে শারদ পাওয়ারকে খুনের হুমকি দেওয়া হয়েছে। যে এই হুমকি দিয়েছে, সোশ্যাল মিডিয়ার প্রোফাইল বলছে, সে বিজেপি সমর্থক। তাঁর তোপ, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মকে অপব্যবহার করে কখনও রাজনৈতিক নেতাদের ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে, কখনও বা ভুয়ো পোস্ট কিংবা ভুয়ো খবর ছড়িয়ে সমাজে বিভাজন তৈরির চেষ্টা চলছে। এনসিপি মুখপাত্র মহেশ তাপাসে বলেছেন, ধর্মনিরপেক্ষতা শারদ পাওয়ারের আত্মা। কোনওভাবেই সেই অবস্থান থেকে তাঁকে সরানো যাবে না। খুনের হুমকিতেও কোনও লাভ হবে না। তাঁর বক্তব্য, আমরা দলের কর্মীদের সংযত রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। বাকিটা সরকারের উপর নির্ভর করছে।

10th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ