বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

নীতীশের নেতৃত্বে ‘মহাজোট’ই
থামিয়ে দেবে মোদির বিজয়রথ
তোপ তেজস্বীর

পাটনা: নীতীশ কুমারের নেতৃত্বে ‘মহাজোট’-ই রুখে দেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজয়রথ। তন্তুবায়দের একটি সমাবেশে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন বিহারের উপ মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। তিনি বলেন, ‘আমার বাবা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব যেভাবে লালকৃষ্ণ আদবানির রথযাত্রা আটকে দিয়েছিলেন, ঠিক একইভাবে বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন মহাজোটই থামিয়ে দেবে মোদির বিজয়রথ।’ লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে সমস্ত বিরোধী দল একত্রিত হচ্ছে বলেও জানান তেজস্বী। তাঁর অভিযোগ, ‘বিজেপি তাদের দেওয়া সমস্ত প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ। এটা দিনের আলোর মতো স্পষ্ট হতেই তারা হিন্দু-মুসলমানের মধ্যে বিভেদ তৈরির চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে। অবাক লাগে, যখন শুনি মুসলমানদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে।’ এই বিভাজনের চেষ্টা কখনওই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন লালু-পুত্র। বলেন, ‘দেশের স্বাধীনতা আন্দোলনে হিন্দু-মুসলনমান সব সম্প্রদায়ই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। কোনও সম্প্রদায়কেই তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।’ 
তেজস্বীর বার্তা, বিজেপি যতই বিভাজনের রাজনীতির চেষ্টা করুক না কেন, নীতীশ কুমার কিংবা লালুপ্রসাদ যাদবের মতো নেতারা যখন সামনে রয়েছেন, তখন ওসব পরোয়া করার কোনও প্রশ্নই আসে না। মোদিকে উদ্দেশ করে তাঁর কটাক্ষ, ‘মনে হচ্ছে কেন্দ্রের মসনদে একজন স্বৈরাচারী শাসক বসে রয়েছেন, আর আমরা সবাই তাঁর আদেশ মানতে বাধ্য। সংবিধান পর্যন্ত মানা হচ্ছে না। বিজেপি যদি আবার ক্ষমতায় আসে, তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে।’ কেন্দ্রের বিজেপি সরকার নতুন করে ইতিহাস লেখার চেষ্টা করছে বলেও তোপ দাগেন তেজস্বী। 

10th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ