বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

চব্বিশে নতুন সরকার আসছেই,
বিজেপির বিদায়ে প্রত্যয়ী মমতা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মোদি সরকারের মেয়াদ ফুরিয়ে এসেছে। দিল্লির মসনদ থেকে বিজেপির বিদায় এখন কার্যত সময়ের অপেক্ষা। ২০২৪-এ নতুন সরকার আসছেই। আর তারপরই মিটে যাবে ১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ গ্রামোন্নয়ন প্রকল্পগুলি সংক্রান্ত যাবতীয় সমস্যা। বৃহস্পতিবার নবান্ন থেকে প্রত্যয়ী সুরে একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে একজোট হচ্ছে বিরোধীরা। রণকৌশল ঠিক করতে আগামী ২৩ জুন পাটনায় বসবে বৈঠক। তার আগে এদিন সাংবাদিক বৈঠকে আবারও রাজ্যের দাবিদাওয়া নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে সরব হন মমতা। সাফ জানান, ‘ওরা (মোদি তথা বিজেপি সরকার) বাংলার বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে। সাধারণ মানুষকে তার মাশুল গুনতে হচ্ছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে আর কিছুদিন অপেক্ষা করতে হবে। দিল্লিতে নতুন সরকার ক্ষমতায় এলেই আবার এই প্রকল্পগুলি চালু হবে স্বমহিমায়।’ বর্তমানে কেন্দ্রের কাছে বাংলার বকেয়া প্রায় ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা। এর মধ্যে ১৫ হাজার কোটিই আবাস এবং ১০০ দিনের কাজ প্রকল্পের।
তবে শুধু দিল্লিতে সরকার বদল মমতা বন্দ্যোপাধ্যায়ের পাখির চোখ নয়। রাজ্যের বাসিন্দাদের অভাব-অভিযোগ নিয়েও তিনি সমান উদ্বিগ্ন। আর তাই সাধারণ মানুষের মুশকিল আসানে শুরু হল তাঁর সরকারের নতুন উদ্যোগ— ‘সরাসরি মুখ্যমন্ত্রী’। এদিন নবান্নে সেই পরিষেবার উদ্বোধন করেন মমতা স্বয়ং। সোম থেকে শনি, সপ্তাহের সব কাজের দিনে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৯১৩৭০৯১৩৭০ নম্বরে ফোন করে যে কেউ সরাসরি সমস্যার কথা জানতে পারবেন। অভিযোগ পাওয়ামাত্র দ্রুত সমাধান করবেন রাজ্যের আধিকারিকরা। সূত্রের খবর, প্রথম দিনেই ওই নম্বরে ফোন এসেছে ৪৩৩৫টি। সেই অনুষ্ঠানেই মমতার মুখে উঠে আসে কেন্দ্রীয় বঞ্চনার কথা। তিনি বলেন, ‘অনেকেই হয়তো আবাস প্রকল্পের টাকা না পাওয়া নিয়ে প্রশ্ন করবেন। তাঁদের বুঝতে হবে যে, কেন্দ্র টাকা না দেওয়ার কারণেই তাঁরা বঞ্চিত হচ্ছেন।’ কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে জনতা শীঘ্রই জবাব দেবে বলেও দাবি তাঁর।
মণিপুর সহ দেশের বিভিন্ন প্রান্তের হিংসার ঘটনা নিয়েও এদিন গেরুয়া শিবিরের বিরুদ্ধে গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, শুধুমাত্র ক্ষমতা দখলের লক্ষ্যেই নাগাল্যান্ড ও অসমের মধ্যে জাতিগত হিংসা ছড়ানোর চেষ্টা করছে বিজেপি। এখানেও আদিবাসীদের সঙ্গে কুড়মিদের লড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এমনকী, কেন্দ্রের নির্দেশে কালো টাকা উদ্ধারের নামে সীমান্ত এলাকায় মানুষের ব্যাঙ্ক থেকে তোলা টাকাও বিএসএফ ছিনিয়ে নিয়ে যাচ্ছে। তাদের আটকাতে এসপি-ওসিদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন মমতা।

9th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ