বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

বর্ষা ঢুকল কেরলে, 
অপেক্ষায় পশ্চিমবঙ্গ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার কেরল হয়ে দেশের মূল ভূখণ্ডে ঢুকে পড়ল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা। কেরলের বেশিরভাগ অংশ ছাড়াও তামিলনাড়ুর দক্ষিণাংশে এদিন বর্ষা ঢুকে পড়েছে বলে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে। বঙ্গোপসাগরেও বর্ষার অগ্রগতি হয়েছে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে এখন অবস্থান করছে মৌসুমি বায়ু। আগামী শনিবারের মধ্যে কেরল, তামিলনাড়ু ছাড়া কর্ণাটকের একাংশ এবং উত্তর-পূর্ব ভারতে বর্ষা প্রবেশের পূর্বাভাস রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু মায়ানমার হয়ে উত্তর-পূর্ব ভারতে ঢোকে। মৌসুমি বায়ুস্রোত কয়েকদিন ধরে মায়নমারের একটি অংশে এসে থমকে ছিল। মায়ানমার উপকূল সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপর অবস্থানকারী ঘূর্ণাবর্তটি এই অংশে বর্ষার রেখাকে সক্রিয় করছে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস জানান, ঘূর্ণাবর্তটি মৌসুমি বায়ুকে মায়ানমার থেকে উত্তরবঙ্গ ও সিকিমে টেনে আনবে। ১১ জুন উত্তরবঙ্গের ৫ জেলায় বর্ষা প্রবেশ করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় শীর্ষকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। 
দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ নিয়ে সংশয় কাটেনি। তবে বর্ষা এগিয়ে আসায় দক্ষিণবঙ্গে যে টানা তাপপ্রবাহ চলছে, শীঘ্রই তা বন্ধ হবে। রবিবারও রাজ্যের পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ থাকতে পারে। রবিবার থেকে  দক্ষিণবঙ্গের একাংশে ঝড়বৃষ্টি বাড়বে। এটাকে প্রাক্‌-বর্ষার প্রভাব বলছেন আবহাওয়াবিদরা। রয়েছে উত্তরবঙ্গের ৫ জেলায় রবিবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা। এদিকে পূর্ব-মধ্য আরব সাগরে সৃষ্ট অতিতীব্র ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ উত্তর অভিমুখে এগচ্ছে। আগামী দিনে এটি আরও শক্তি বাড়িয়ে উত্তর-উত্তর-পশ্চিমে এগবে। তবে ঘূর্ণিঝড়টি শেষপর্যন্ত কোন জায়গায় আছড়ে পড়ে বিপর্যয় সৃষ্টি করবে, তা নিয়ে এখনও নীরব আবহাওয়া দপ্তর। বিভিন্ন আবহাওয়া মডেলে গুজরাত, পাকিস্তান-ইরান এবং ওমান-ইয়েমেন উপকূলে এটির আছড়ে পড়ার সম্ভাবনা থাকছে। 
বর্ষার আগমন...। কেরলের আকাশ ঢেকেছে কালো মেঘে। ছবি: পিটিআই

9th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ