বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

ইন্দিরা হত্যার ট্যাবলো বিতর্কে
কানাডাকে নিশানা জয়শঙ্করের

নয়াদিল্লি: ট্যাবলোতে মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার দৃশ্য। খলিস্তানি সমর্থকদের তৈরি এই ট্যাবলো কানাডা ব্রাম্পটনে বিনা বাধায় প্রায় পাঁচ কিমি পথ পরিক্রমা করেছে। এই ঘটনা সামনে আসতেই তুমূল বিতর্ক দানা বেঁধেছে। বৃহস্পতিবার এই ঘটনার তীব্র নিন্দা করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি কানাডা সরকারকে একহাত নিয়েছেন। এক বিবৃতিতে বিদেশমন্ত্রী বলেছেন, ‘ভোটব্যাঙ্কের রাজনীতির লক্ষ্যেই হয়তো এমনটা করা হয়েছে।’ কানাডা সরকার বিচ্ছিনতাবাদী ও কট্টরপন্থীদের এভাবে প্রশ্রয় দেওয়ায় তিনি উদ্বেগ প্রকাশও করেছেন। বিদেশমন্ত্রী বলেছেন,  কানাডার সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রে এই ঘটনা মোটেও কাঙ্খিত নয়। কানাডার জন্যেও তা ভালো নয়। ইতিহাস থেকে ওদের শিক্ষা নেওয়া উচিত।’ 
এদিকে ব্রাম্পটনের ঘটনার নিন্দা করেছেন ভারতে নিযুক্ত কানাডার হাই কমিশনার ক্যামেরন ম্যাক্কে। টুইটে তাঁর বক্তব্য, ‘এধরনের ট্যাবলো তৈরির খবরে আতঙ্কিত। কানাডায় ঘৃণা বা হিংসাকে গৌরবান্বিত করার কোনও জায়গা নেই। এই ধরনের পদক্ষেপের তীব্র বিরোধিতা করছি।’
প্রসঙ্গত, ১৯৮৪ সালের ৩১ অক্টোবর দিল্লিতে দুই শিখ দেহরক্ষীদের গুলিতে প্রাণ হারান ইন্দিরা।  সেই মর্মান্তিক ঘটনা নিয়ে খলিস্তানিদের ট্যাবেলোর তীব্র নিন্দা করেছে কংগ্রেসও। ভারতের প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা এই ঘটনায় তীব্র প্রতিবাদ করেছেন । টুইটে তিনি লেখেন, ‘একজন ভারতীয় হিসেবে কানাডার ব্রাম্পটনের ওই  প্যারেড নিয়ে চিন্তিত। ইন্দিরার হত্যা দেশের কাছে একটা যন্ত্রণার ইতিহাস। গোটা বিশ্বজুড়ে এই ধরনের চরমপন্থী কর্মকাণ্ডের প্রতিবাদ হওয়া উচিত।’

9th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ