বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

জ্ঞানবাপী মামলা থেকে সরে যাওয়া রাখির
স্বেচ্ছামৃত্যুর আর্জি, চিঠি রাষ্ট্রপতি মুর্মুকে
সহ-মামলাকারীদের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ

লখনউ: জ্ঞানবাপী মসজিদ মামলা থেকে সম্প্রতি সরে দাঁড়িয়েছেন অন্যতম আবেদনকারী রাখি সিং। এবার স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিলেন তিনি। এজন্য অপর চার সহ-মামলাকারীকে কাঠগড়ায় তুলেছেন তিনি। তাঁদের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ এনেছেন রাখি। বুধবার রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে তিনি বলেছেন, ‘আপনার উত্তরের জন্য ৯ জুন সকাল ন’টা পর্যন্ত অপেক্ষা করব। তার মধ্যে উত্তর না পেলে নিজের মতো করে সিদ্ধান্ত নেব।’ প্রসঙ্গত, জ্ঞানবাপী মন্দিরে পুজোর অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাখি সহ পাঁচজন মহিলা।  রাখির অভিযোগ, হিন্দু সমাজে তাঁকে ও তাঁর পরিবারের সম্মানহানির চেষ্টা করা হচ্ছে।  রাখির দাবি, গত বছর মে মাস থেকেই সহ-আবেদনকারীরা তাঁর বিরুদ্ধে ভুয়ো প্রচার চালাচ্ছেন। এজন্য তাঁর পরিবারকে প্রবল সমস্যার মুখে পড়তে হয়েছে। এই লাগাতার মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতেই তিনি রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর অনুমতি চেয়েছেন। 
গত শনিবার রাখির কাকা জিতেন্দ্র সিং ভিষেন জানান, ‘জ্ঞানবাপী সংক্রান্ত যাবতীয় মামলা থেকে আমি এবং আমার পরিবার (স্ত্রী কিরণ সিং ও ভাইঝি রাখি সিং) সরে দাঁড়াচ্ছি। দেশ ও ধর্মের স্বার্থেই বিভিন্ন আদালতে এই সংক্রান্ত মামলাগুলি করা হয়েছিল। কিন্তু, অর্থের অভাবেই এই লড়াই আমাদের পক্ষে আর চালানো সম্ভব হচ্ছে না।’ তিনিও তাঁদের হেনস্তার অভিযোগে সরব হয়েছেন। তিনি বলেছিলেন, সংশ্লিষ্ট মামলাটি তাঁর জীবনের বড় ভুলগুলির মধ্যে অন্যতম। রাখির আইনজীবীও অভিযোগ করেছিলেন, মামলা লড়ার জন্য গত প্রায় এক বছর তিনি কোনও পারিশ্রমিক পাননি।

9th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ