বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

রাজস্থান, মধ্যপ্রদেশেও পরাজয় নিশ্চিত
দলীয় রিপোর্টে দিশাহারা বিজেপির শীর্ষ নেতৃত্ব

সমৃদ্ধ দত্ত, নয়াদিল্লি: কর্ণাটকের পুনরাবৃত্তি হওয়ার সবরকম পূর্বাভাস মধ্যপ্রদেশ ও রাজস্থানে। আর তা মিলছে বিজেপির অভ্যন্তরীণ দলীয় রিপোর্টেই। চলতি বছর ছত্তিশগড় ও তেলেঙ্গানার পাশাপাশি এই দুই রাজ্যেও ভোট। তেলেঙ্গানায় হাতেগোনা কয়েকটি আসনে বিজেপির জয়ের সম্ভাবনা থাকলেও সরকার গঠনের ধারেকাছে পৌঁছনো তাদের পক্ষে সম্ভব নয়। সেটা গেরুয়া শিবিরের অজানা নয়। কিন্তু সিঁদুরে মেঘ হয়ে দেখা দিয়েছে বাকি তিন হিন্দিভাষী রাজ্য। কারণ, প্রাথমিক সমীক্ষায় দুঃসংবাদ আসছে এইসব রাজ্য থেকেও। তাতেই দিশাহারা অবস্থা বিজেপির শীর্ষ নেতৃত্বের। বিশেষ করে রাজস্থান এবং মধ্যপ্রদেশে আশঙ্কার চিত্র স্পষ্ট করে দিয়েছে দলের অন্দরমহল। এই দুই রাজ্যের বিভিন্ন জেলার রাজনৈতিক পরিস্থিতিই বিজেপির অনুকূল নয়। অভ্যন্তরীণ সমীক্ষা বলছে, বিজেপির গরিষ্ঠতা পাওয়া মধ্যপ্রদেশ এবং রাজস্থানে দূরঅস্ত। 
রাজস্থান থেকে রিপোর্ট এসেছে, অন্তর্কলহ যতই থাকুক, মুখ্যমন্ত্রী অশোক গেহলটের হাজারো জনমোহিনী প্রতিশ্রুতিতে ইতিবাচক সাড়া পাচ্ছে কংগ্রেস। বিনামূল্যের বিদ্যুৎ থেকে রান্নার গ্যাসে অর্ধেক ভর্তুকির মতো ঘোষণা কংগ্রেসকে কার্যত এখনই জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। বিভিন্ন জেলার বিজেপি নেতৃত্ব হুঁশিয়ার করেছে, ভোটপ্রচার চলাকালীন কংগ্রেসের প্রতিশ্রুতি কিংবা উপহারের বিরুদ্ধাচরণ যেন কোনওভাবেই না করা হয়। সেক্ষেত্রে হিতে বিপরীত হবে। কারণ, এই সুযোগ সুবিধাগুলির মাধ্যমে মানুষের মধ্যে যথেষ্ট সাড়া ফেলছে কংগ্রেস। কেন্দ্রীয় নেতাদের কাছে পাঠানো দলের নিচুতলার নেতা-কর্মীদের প্রস্তাব-পরামর্শ, বিজেপির রাজ্য ও শীর্ষ নেতৃত্বকেও রাজস্থানের মানুষের জন্য চমকপ্রদ ঘোষণার তালিকা তৈরি রাখতে হবে। কোন জেলায় ভোটারদের কোন ইস্যুতে মন জয় করা যাবে, সেই বিষয়ে নিশ্চিত হয়ে জনতাকে সরাসরি উপহার দিতে হবে। তা না করে কংগ্রেসের প্রতিশ্রুতির বিরুদ্ধে প্রচার চালালে মানুষ কিন্তু বিজেপিকে ভোট দেবে না। ঠিক যে ভুল কর্ণাটকে করা হয়েছে, তা যেন এই দুই রাজ্য, বিশেষত রাজস্থানে না হয়। এই রিপোর্টের নির্যাস সবথেকে বেশি অস্বস্তিতে ফেলছে নরেন্দ্র মোদিকে। কারণ, ইদানীং সভা সমাবেশে ঩তিনি নিয়ম করে কড়া ভাষায় রাবড়ি সংস্কৃতির বিরোধিতা করে আসছেন। সরকারের পক্ষ থেকে বিনামূল্যে জীবনযাপনের নানাবিধ পরিষেবা প্রদানকে রাবড়ি কালচার হিসেবে অভিহিত করছেন মোদি। কিন্তু কর্ণাটকে কংগ্রেসের পাঁচ ঘোষণা অথবা হিমাচল প্রদেশে পুরনো পেনশন ফিরিয়ে আনার প্রতিশ্রুতি—সবই মানুষের মন জয় করেছে এবং কংগ্রেসকে ক্ষমতায় এনেছে। দলের অন্দরমহলের ইঙ্গিত, রাজস্থানে ঠিক এই ফর্মুলাই কাজ করতে শুরু করেছে। 
পাশাপাশি মধ্যপ্রদেশে খোদ আরএসএস নাকি অভ্যন্তরীণ সমীক্ষায় জেনেছে, এই রাজ্যে বিজেপি ২৩০ আসনের মধ্যে ৫৫’র বেশি পাবে না। কংগ্রেস এই প্রচার জোরদারভাবে শুরু করেছে। তার পাল্টা তেড়েফুঁড়ে নামতেও পারছে না গেরুয়া শিবির। কারণ নেতা-কর্মীদের রিপোর্টে স্পষ্ট, এই রাজ্যে দলকে জেতানোর মতো মুখ বিজেপিতে নেই। একইসঙ্গে সরকার বিরোধী হাওয়াও প্রবল। গরিষ্ঠতা পাওয়া কঠিন শুধু নয়, দলীয় কোন্দলে আসন সংখ্যা নেমে কোথায় থামবে, সে নিয়েই শঙ্কায় গেরুয়া শিবির।

9th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ