বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

ধর্মীয় ভেদাভেদ কর্মসংস্থান তৈরি করবে না: পিত্রোদা

নয়াদিল্লি: ভগবান শ্রীরাম, হনুমান বা মন্দির কর্মসংস্থান তৈরি করবে না। এই মন্তব্য করে বিজেপির কড়া সমালোচনার মুখে পড়লেন প্রবীণ কংগ্রেস নেতা শ্যাম পিত্রোদা। মার্কিন সফরে রাহুল গান্ধীর সঙ্গেই রয়েছেন তিনি। এক অনুষ্ঠানে পিত্রোদা বলেন, ‘বেকারত্ব, মুদ্রাস্ফীতি, শিক্ষা, স্বাস্থ্য সংক্রান্ত প্রচুর সমস্যা রয়েছে। এই নিয়ে কেউই কথা বলছে না। কিন্তু, সকলেই রাম, হনুমান ও মন্দির নিয়ে আলোচনা করছেন। কিন্তু, মন্দির তো আর কর্মসংস্থান তৈরি করতে পারবে না।’ তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার উন্নয়নমূলক কর্মসূচিকে অবহেলা করছে। তার বদলে ধর্মীয় বিষয়ে বেশি গুরুত্ব দিচ্ছে কেন্দ্র। ধর্মীয় ভেদাভেদ তৈরির চেষ্টা করছে। পিত্রোদার এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। তিনি বলেন, হিন্দুদের সম্পর্কে বিষ ছড়াচ্ছেন পিত্রোদা। মন্দিরেরও অবমাননা করেছেন। রাহুল ওই অনুষ্ঠানে উপস্থিত থাকলেও কেন পিত্রোদার মন্তব্যের বিরোধিতা করলেন না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন মালব্য। তিনি বলেন, নীরব থেকে রাহুল আদপে এধরনের হিন্দুবিদ্বেষী মনোভাবকেই সমর্থন করেছেন। 

7th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ