বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

মৃত্যু নিয়ে রাজনীতি নয়, ফের বার্তা মমতার
কটকে আহতদের পাশে,আজ নেতাজি ইন্ডোরে চেক বিলি

নিজস্ব প্রতিনিধি, কটক ও মেদিনীপুর: সাম্প্রতিক অতীতের সবথেকে ভয়াবহ রেল দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোটাই এখন মূল কর্তব্য। মৃত্যু নিয়ে রাজনীতি নয়। করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনা পরবর্তী পর্বে এভাবেই দ্ব্যর্থহীন ভাষায় ফের অবস্থান স্পষ্ট করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৮৮ জনের প্রাণ কেড়ে নেওয়া মর্মান্তিক এই দুর্ঘটনার পর থেকে রাজনীতি শুরু হয়েছে বিভিন্ন স্তরে। একধাপ এগিয়ে বঙ্গ বিজেপির স্বঘোষিত নেতৃত্ব এর জন্য তৃণমূল কংগ্রেসের কাঁধে দায় চাপিয়ে বাজার গরম করতে আসরে নেমে পড়েছেন। তারপরও কোনওরকম রাজনৈতিক উস্কানিতে পা দিতে চান না মমতা। লক্ষ্য একটাই, বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানো। 
দুর্ঘটনায় জখম এ রাজ্যের বাসিন্দাদের দেখতে মঙ্গলবার কটক হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তাঁর স্পষ্ট বার্তা—‘এখন রাজনীতি করার, বা মন্তব্য করার সময় নয়, মানুষের পাশে থাকার সময়।’ দুর্ঘটনার কারণ অন্তর্ঘাত বলা হচ্ছে, তদন্ত করছে সিবিআই, আপনার প্রতিক্রিয়া? ঠান্ডা মাথায় উত্তর দিয়েছেন বাংলার প্রশাসনিক প্রধান। বলেছেন, ‘এতগুলো জীবন গেল, এখন তর্কবিতর্কের সময় নয়! কীভাবে এটা হল? কীভাবে এত মৃত্যু? সত্যটা বাইরে আসুক, এটাই চাই!’ একইসঙ্গে তাঁর আর্জি—‘সত্যটা যেন ধামাচাপা না পড়ে!’ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় জখম এ রাজ্যের ৯৭ জন বাসিন্দা ওড়িশার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন রয়েছেন ভুবনেশ্বরের এইমসে। মুখ্যমন্ত্রীর নির্দেশে এদিন এইমসে গিয়ে তাঁদের দেখে আসেন রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজা। এই আবর্তেই আজ, বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে করমণ্ডল দুর্ঘটনায় মৃত ও আহত এ রাজ্যের বাসিন্দাদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেবেন মুখ্যমন্ত্রী। কটক হাসপাতাল এবং মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্সরা যেভাবে জখমদের পরিচর্যা করছেন, তা উল্লেখ করে তাঁদের ভূয়সী প্রশংসাও করেছেন মমতা। বলেছেন, ‘নিরন্তর চিকিৎসা দেওয়ার জন্য ডাক্তার-নার্সদের ধন্যবাদ, জানাই কৃতজ্ঞতাও। বিনা খরচে চিকিৎসা দেওয়ার জন্য ধন্যবাদ ওড়িশা সরকারকেও।’
মঙ্গলবার মেদিনীপুর হাসপাতালে মমতা। -নিজস্ব চিত্র

7th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ