বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে আজ
রাজ্যের আম পাঠাচ্ছেন মমতা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  রাজনৈতিক বিরোধিতা বজায় থাকলেও ‘সৌজন্যে’র অভাব রাখছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠাচ্ছেন বাংলার সুস্বাদু আম। সুদৃশ্য বাক্সে হিমসাগর, লক্ষ্মণভোগ, ফজলি সহ নানা প্রজাতির চার কিলো আম পাঠানো হবে ৭ লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে। নরেন্দ্র মোদির পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কেও মুখ্যমন্ত্রীর তরফে পাঠানো হবে সৌজন্যের আম। 
সোমবার থেকে দিল্লিতে শুরু হল আম মেলা। চলবে ১৯ জুন পর্যন্ত। দিল্লির কেন্দ্রস্থল কনর্ট প্লেসের  কাছে জনপথের হ্যান্ডলুম হাটে বসেছে এই মেলা। উদ্বোধন করলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ সচিব সুব্রত গুপ্ত। উপস্থিত ছিলেন দিল্লিতে রাজ্যের রেসিডেন্ট কমিশনার উজ্জয়িনী দত্ত, ডেপুটি রেসিডেন্ট কমিশনার শাশ্বত দাঁ এবং রেসিডেন্ট কমিশনারের উপদেষ্টা রতন মুখোপাধ্যায়। বাংলার আম চাষিদের ব্যবসার সুযোগ করে দিতেই দিল্লিতে এই আম মেলার আয়োজন জানিয়ে সুব্রতবাবু বলেন, আম উৎপাদনে গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে ষষ্ঠস্থানে। গড়ে প্রতি বছর প্রায় ২৬ লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হয় বাংলায়। তার মধ্যে থেকে দিল্লির মেলার জন্য আনা হয়েছে ৪০ হাজার মেট্রিক টন। হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি, মল্লিকা, লক্ষ্মণভোগ, ফজলি, গোলাপ খাস, রাজভোজের পাশাপাশি রয়েছে নবাব সিরাজদৌল্লার পছন্দের ‘কোহিতুর’, ‘বেগম খাসে’র মতো আমও। পরিচিত আমের পাশাপাশি পশ্চিমবঙ্গে জাপানের ‘মিয়াজাকি’ এবং দক্ষিণ ফ্লোরিডা’র ‘পামার’ আম বাংলার ফলানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সুব্রত গুপ্ত। বাঁকুড়ার বড়জোড়া এবং নদীয়ার আয়েশপুরে এই বিদেশি আমের চাষ শুরু হয়েছে।

6th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ