বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

উন্নত দেশগুলির ভুল নীতির মাশুল
দিচ্ছে উন্নয়নশীল বিশ্ব: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি (পিটিআই):বিশ্ব পরিবেশ দিবসে কয়েকটি উন্নত দেশের ভুল নীতিকেই কাঠগড়ায় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর মতে, কয়েকটি উন্নত দেশের কিছু ভুল নীতিরই চড়া মাশুল দিতে হচ্ছে বিশ্বের উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলিকে। সোমবার এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, আবহাওয়ার সুরক্ষার জন্য সব দেশের উচিত নিজেদের স্বার্থের উর্ধ্বে উঠে বৃহত্তর প্রেক্ষাপটে চিন্তাভাবনা করা। এই প্রেক্ষিতেই কয়েকটি দেশের ‘ভুল নীতির’ প্রসঙ্গ টেনেছেন মোদি। প্রধানমন্ত্রীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই বড় ও উন্নত দেশগুলোর উন্নয়নের মডেল ছিলপরস্পরবিরোধী। এই মডেলেরভাবনা ছিল, আমরা আগে আমাদের দেশের উন্নয়ন করব, তারপর বিশ্বের পরিবেশ নিয়ে ভাবব।তাঁর মতে, এই ক্রুটিপূর্ণ নীতির জন্যই চড়া মূল্য চোকাতে হচ্ছে বিশ্বের উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলিকে। এই পরিস্থিতিতে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোদি বলেন, ‘আমি খুশি, এই সব দেশের সামনেজলবায়ু নিয়ে ন্যায়বিচারের দাবি জানিয়েছে ভারত।’ তাঁর দাবি, ভারত একদিকে তার পরিকাঠামোর উন্নতিতে অভূতপূর্ব বিনিয়োগ করছে, অন্যদিকে পরিবেশের দিকেও সমানভাবে নজর দিচ্ছে। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বাস্তুতন্ত্রের নিরাপত্তার দিকেও লক্ষ্য রাখা হচ্ছে। উদাহরণস্বরূপ তিনি বলেন, ফোর-জি এবং ফাইভ-জি সংযোগের সম্প্রসারণের পাশাপাশি দেশের বনভূমি বৃদ্ধির দিকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। যা এককথায় অভূতপর্ব। এ প্রসঙ্গেই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। 

6th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ