বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

মোদিজি পিছনের আয়না দেখে
দেশ চালাচ্ছেন, কটাক্ষ রাহুল গান্ধীর

নিউ ইয়র্ক: ফের বিদেশের মাটিতে বসে বিজেপি ও প্রধানমন্ত্রীর সমালোচনায় সরব হলেন রাহুল গান্ধী। এর আগে লন্ডনে বসে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছিলেন তিনি। এবার মার্কিন মুলুক। বিজেপি ও আরএসএসকে ‘অযোগ্য’ বলে কটাক্ষ করলেন এই কংগ্রেস নেতা। রাহুল বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রিয়ার-ভিউ আয়নার দিকে তাকিয়ে ভারতের গাড়ি চালাচ্ছেন। যার ফলে একের পর এক দুর্ঘটনা ঘটবে।’ সেইসঙ্গে তাঁর সংযোজন, বিজেপি ও আরএসএস ভবিষ্যতের দিকে তাকাতে ‘অক্ষম’।
রবিবার ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেস-ইউএসএ আয়োজিত এক বিরাট সমাবেশে ভাষণ দেন রাহুল গান্ধী। বিজেপি ও সঙ্ঘের ‘অক্ষমতা’ নিয়ে তাঁর কটাক্ষ, ‘আপনি ওঁদের যা কিছুই জিজ্ঞেস করবেন, ওঁরা অতীতের দিকে তাকান।’ সম্প্রতি করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনাটিকে দেশের ভয়ঙ্কর রেল ট্র্যাজেডির মধ্যে একটি বলে বর্ণনা করেন তিনি। এই দুর্ঘটনার প্রসঙ্গ টেনে প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, ‘আপনি যদি বিজেপিকে জিজ্ঞেস করেন, কেন এই রেল দুর্ঘটনা ঘটল? ওরা সঙ্গে সঙ্গে বলবে কংগ্রেস ৫০ বছর আগে এই এই কাজগুলো করেছিল। আপনি যদি ওদের জিজ্ঞেস করেন পাঠ্যপুস্তক থেকে কেন পর্যায় সারণির অধ্যায়টি বাদ গেল? ওরা তখনই বলবে, ৬০ বছর আগে কংগ্রেস কী করেছিল। আসলে ওদের তাৎক্ষণিক প্রতিক্রিয়াই হল পিছনের দিকে তাকানো।’
সোনিয়া-পুত্র স্পষ্ট করে দেন, কখনওই পিছন দিকে তাকিয়ে গাড়ি চালানো সম্ভব নয়। তাহলে দুর্ঘটনা অবশ্যম্ভাবী। নরেন্দ্র মোদিও এই ভুল কায়দায় দেশ চালাচ্ছেন। তাই পদে পদে সমস্যায় পড়তে হচ্ছে। রেল দুর্ঘটনা প্রসঙ্গে নাম না করে লালবাহাদুর শাস্ত্রীর প্রসঙ্গ টেনে আনেন তিনি। একটি দুর্ঘটনার পর ‘নৈতিক দায়িত্ব’ নিয়ে ইস্তফা দিয়েছিলেন তৎকালীন রেলমন্ত্রী লালবাহাদুর। সেপ্রসঙ্গে রাহুল জানান, একটি রেল দুর্ঘটনার পর তৎকালীন রেলমন্ত্রী পূর্বতন ব্রিটিশ সরকারকে দোষারোপ করেননি। ওই কংগ্রেসিমন্ত্রী পদত্যাগ করছিলেন। এছাড়াও এদিনের সমাবেশে গান্ধী হত্যাকারী নাথুরাম গডসের সমালোচনা করেন তিনি।

6th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ