বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

দলবদলের জল্পনা ওড়ালেও শাহের কাছে
অভিযোগ জানাতে চান পঙ্কজা মুণ্ডে

মুম্বই: দল বদলের জল্পনার মধ্যেই মুখ খুললেন মহারাষ্ট্রের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তথা প্রয়াত বিজেপি নেতা গোপীনাথ মুণ্ডের মেয়ে পঙ্কজা। তিনি বলেন, আমাকে নিয়ে বেশ কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে। তার দায়িত্ব আমার নয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেই নেতা মনে করি। তাঁর কাছেই সমস্ত বক্তব্য তুলে ধরব। রবিবার গোপীনাথ মুণ্ডের প্রয়াণ বার্ষিকী উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই দলবদলের গুঞ্জন উড়িয়ে পঙ্কজা জানান, অন্য কোনও পার্টিতে যোগ দিচ্ছি না। বিজেপি নেত্রীর বক্তব্য, আমি লুকিয়ে কিছু করি না। নেতাদের কাছে অভাব-অভিযোগ জানিয়েছি। আমার সমর্থক ও ঘনিষ্টদেরও সব কিছু জানাব। তারপর কোনও সিদ্ধান্ত নিলে সকলকে জানিয়ে দেব। 
মহারাষ্ট্র বিজেপির অন্দরে পঙ্কজার সঙ্গে উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সংঘাত নতুন কিছু নয়। ২০১৯ সালে বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছিলেন তিনি।  এরপর তাঁকে বিধান পরিষদের সদস্য হিসেবে তাঁকে মনোনীত করা হবে বলে পঙ্কজা আশা করেছিলেন। কিন্তু সেই আশা পূরণ হয়নি। এমনকী, একনাথ সিন্ধে সরকারের মন্ত্রিসভাতেও জায়গা হয়নি তাঁর। ফড়নবিশের কলকাঠিতেই এভাবে দলে তাঁকে কোণঠাসা করা হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে, মাস খানেক আগে কেন্দ্রীয় মন্ত্রিসভায় বেশ কিছু রদবদল হয়েছে। সেখানে পঙ্কজার বোন তথা বিদের সাংসদ প্রীতম স্থান পেতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু, তাঁর বদলে ওই জেলারই আর এক সাংসদ ভাগবত কারাদকে মন্ত্রী করা হয়েছে। এই নিয়েও অসন্তুষ্ট পঙ্কজা। ঘনিষ্ট মহলের তাঁর অভিযোগ, মারাঠওয়াডায় সমান্তরাল নেতৃত্ব তৈরি করতে চাইছেন ফড়নবিশ। প্রকাশ্যেই সেই ক্ষোভ উগরে দিয়েছেন গোপীনাথ-কন্যা। তিনি বলেন, অনেকেই নির্বাচনে হেরেছেন। কিন্তু, তাঁদের দ্বিতীয়বার সুযোগও দেওয়া হয়েছে। কয়েক ডজন নেতাকে বিধায়ক-সাংসদ করেছে দল। কিন্তু, আমার সুযোগ হয়নি। তবে কারও কাছে ভিক্ষে চাইতে পারব না। এরমধ্যে প্রীতমকেও বেসুরো শুনিয়েছে। আন্দোলনরত কুস্তিগিরদের সরাসরি সমর্থন জানিয়েছিলেন তিনি। তারপরই দুই বোনের পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা দানা বাঁধে।  বিজেপির অভ্যন্তরীণ অসন্তোষকে কাজে লাগিয়ে রাজ্য রাজনীতিতে প্রভাবশালী মুণ্ডে পরিবারের সদস্যদের দলে টানতে কংগ্রেস ও এনসিপি তলে তলে তৎপরতা চালাচ্ছে বলে জানা গিয়েছে।  

5th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ