বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

২৩ জনকে বাড়ি ফিরিয়ে
‘ত্রাতা’ বাসন্তীর মিজানুর
ঘটনাস্থলেই বাসের ব্যবস্থা করে দেন মুখ্যমন্ত্রী 

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ানোর স্বভাব। এই কাজ করতে করতে বাসন্তীতে কিঞ্চিৎ পরিচিতি হয়েছে কাপড়ের ব্যবসায়ী মিজানুর রহমান লস্করের। শুক্রবার রাতে যখন জানতে পারেন স্থানীয় কয়েকটি ছেলে করমণ্ডলে ছিলেন। তারা দুর্ঘটনার কবলে পড়েছেন, তখন আর কিছু না ভেবে একটি গাড়ি ভাড়া করে চলে যান ঘটনাস্থলে। বিধায়ক শ্যামল মণ্ডলকে যাওয়ার কথা জানিয়ে দিয়েছিলেন। দুর্ঘটনাস্থলে পৌঁছে পরিচিতদের খুঁজে বের করে একত্র করেন। আহতদের প্রাথমিক শুশ্রূষার ব্যবস্থা করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার খবর পাওয়ার পর তাঁর সঙ্গে দেখা করেন। গোটা পরিস্থিতির কথা জানিয়ে সবাইকে ফিরিয়ে নেওয়ার জন্য একটি বাসের অনুরোধ জানান। বাসের ব্যবস্থা করে দেন মুখ্যমন্ত্রী। তারপর মিজানুর ২৩ জনকে নিয়ে রওনা দেন পশ্চিমবঙ্গের উদ্দেশে। সবাইকে বাড়ি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন।
গোসাবা, বাসন্তী, জীবনতলা, ঘুটিয়ারি শরিফ, নদীয়া এবং  ঝাড়খণ্ডের কয়েকজন বাসিন্দাকে বাড়ি ফিরিয়ে আনতে যে উদ্যোগ নিয়েছিলেন মিজানুর, তার জন্য সবার সাধুবাদ পাচ্ছেন। তিনি বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছনোর পর বহু খোঁজাখুজি করে স্টেশনের পাশে একটি হলঘরে বাসন্তীর কয়েকজনকে দেখতে পাই। একটু দূরে আরও কয়েকজন ছিলেন। তাঁরা গোসাবার বাসিন্দা। আরও বহু মানুষ পড়েছিলেন। এঁদের ফেরানোর ব্যবস্থা করছিলাম। তখন কয়েকজন হিন্দিভাষী যুবক আমার কাছে এসে সাহায্য চান। তাঁদের কয়েকজন সঙ্গীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাঁদেরকেও খুঁজে বের করি। সবমিলিয়ে তখন আমার সঙ্গে অনেক লোক। ঠিক করেছিলাম, যেনতেন প্রকারেণ এঁদের নিয়েই বাড়ি ফিরব। তখন মুখ্যমন্ত্রী ছিলেন ঘটনাস্থলে। পুরো বিষয়টি তাঁকে জানাই। সব শোনার পর মুখ্যমন্ত্রী পিংলার বিধায়ক অজিত মাইতিকে একটি বাসের ব্যবস্থা করে দিতে বলেন। বাস আসার পর সেটিতে করে সবাইকে নিয়ে রবিবার সকালে ফিরে আসি। নদীয়ার চারজনকে ধর্মতলা নামিয়ে দেওয়া হয়। ঝাড়খণ্ডের ছ’জন ছিলেন। তাঁদের শিয়ালদহ নামাই। বাকিদের গোসাবা, বাসন্তী ইত্যাদি জায়গায় পৌঁছে দিয়েছি আমরা।

5th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ