বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

জীবিত ২৮ জনকে একাই উদ্ধার
প্রাক্তন সেনা দীপককুমারের

শুভ্র চট্টোপাধ্যায়, বাহানাগা: বাহানাগা বাজার এলাকায় শরীরচর্চা শেখাচ্ছিলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মী দীপককুমার বেহরা। বাহিনীতে ১৮ বছর কাজের অভিজ্ঞতা রয়েছে ৩৩ বছরের দীপককুমারের। সেনায় শুক্রবার সন্ধ্যা ৭টার কিছু আগে বীভত্স আওয়াজ কানে আসে তাঁর। দেখেন আকাশ ছেয়ে গিয়েছে ধোঁয়ার কুণ্ডলীতে। সঙ্গে থাকা ছেলেদের নিয়ে লেভেল ক্রসিংয়ের কাছে গিয়ে দেখেন, ওলট-পালট হয়ে রয়েছে একটি ট্রেন। সামনে পড়ে থাকা এসি কামরাটির ভিতরে বাঁশ দিয়ে খোঁচাতে থাকেন। মোট ২৮ জনকে জীবিত উদ্ধার করেন দীপক। একটা সময় এরকম বহু উদ্ধারকাজ মুনশিয়ানার সঙ্গে করেছেন দীপক। সেনাবাহিনীতে চপার রেসকিউ অপারেশনে সিদ্ধহস্ত তিনি। জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গায় কাজ করেছেন। এমনকী, উত্তরাখণ্ডে বিপর্যয়ের পরেও তিনি কাজ করেছেন। 
কিন্তু দীপক বলছেন, ‘এত জায়গায় কাজ করে এলাম, এরকম দুর্ঘটনা চাকরি জীবনে দেখিনি। এ ভয়াবহ! ট্রেনের ভিতরে গিয়ে দেখি, মানুষ কাঁদছেন। আমার হাতে-পায়ে ধরে বাঁচার শেষ চেষ্টা করছেন।’ তিনিই সেই ব্যক্তি যে, প্রথম একক প্রচেষ্টায় ট্রেনের ভিতর প্রবেশ করে উদ্ধার কাজ শুরু করেন। একটা সময় মোবাইলের টর্চ জ্বালিয়ে আরও সামনের দিকে গিয়ে দেখেন, সেখানে অবস্থা আরও খারাপ। এস-১ বগির উপর উঠে গিয়েছে এস-২ বগি। সেই বগির উপর উঠে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের টোটো, সাইকেল, ভ্যানে চাপিয়ে চিকিত্সার জন্যও পাঠান তিনি। - নিজস্ব চিত্র

5th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ