বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

মৃতদেহের যৌন নিগ্রহ ধর্ষণ
নয়,জানাল কর্ণাটক হাইকোর্ট

বেঙ্গালুরু: মৃত মহিলার যৌন নিগ্রহ ধর্ষণ নয়। এমনই রায় দিল কর্ণাটক হাইকোর্ট। ২০১৫ সালে টুমকুর জেলার ২১ বছরের এক তরুণীকে গলা কেটে নৃশংসভাবে খুনের অভিযোগ ওঠে। শুধু তাই নয়, নিহত ওই তরুণীর  দেহের উপর যৌন নিগ্রহও চালানো হয়। এই মামলায় অভিযুক্তকে ধর্ষণের অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে আদালত। তবে খুনের দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। বিচারপতি বি বীরাপ্পা ও বিচারপতি ভেঙ্কটেশ নায়েকের বেঞ্চ বলেছেন, মৃতদের উপর যৌন নিগ্রহকে নেক্রোফিলিয়া (মৃতদেহের যৌন সম্পর্কের লালসা চরিতার্থ করার ব্যাধি) বলা যায়। কিন্তু তাকে ধর্ষণ বলা যায় না। অথচ, হেতাল পারেখ হত্যা মামলায় খুনের পর ধর্ষণের অভিযোগে ফাঁসি হয়েছিল ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের।
রায়ের ব্যাখ্যা দিয়ে বেঞ্চ বলেছে,  কোনও মৃতদেহকে ব্যক্তি বা মানুষ বলা যায় না। তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্ত ওই তরুণীকে প্রথমে খুন করেছিল। তারপর মৃতদেহের সঙ্গে সহবাস করেছিল। তাই এই ঘটনাকে যৌন বা অস্বাভাবিক অপরাধ হিসেবে গণ্য করা যায় না। এই অপরাধ ধর্ষকাম বা নেক্রোফিলিয়া। কিন্তু তা ধর্ষণ নয়। আদালত আরও বলেছে, কোনও ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে যৌন সম্পর্ককে ধর্ষণ বলা হয়। কিন্তু মৃতদেহ সম্মতি দিতে পারে না বা ধর্ষণে বাধা দিতে পারে না। তাই নেক্রোফিলিয়ার মতো অপরাধে সাজার ব্যবস্থা করতে ভারতীয় দণ্ডবিধি সংশোধনের জন্য কেন্দ্রের কাছে সুপারিশও করেছে কর্ণাটক হাইকোর্ট।

5th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ