বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

বাহানাাগা মাংস বিক্রেতাই মসিহা! একা
উদ্ধার করলেন ৭০ জন জীবিত যাত্রীকে

নিজস্ব প্রতিনিধি, বালেশ্বর: মানুষ যখন বিপদে পড়ে, তখনই কেউ না কেউ এগিয়ে এসে শীর্ষে তুলে ধরে মানবিকতার নিশান! ‘মসিহা’ হয়ে ভরসার হাত বাড়িয়ে দেয় বিপদাপন্ন মানুষের দিকে! তেমনই এক উদ্ধারকারীর জানকবুল লড়াইয়ের সাক্ষী থাকল শুক্রবারের অভিশপ্ত রাত। তিনি রঞ্জনকুমার মল্লিক। পেশায় মাংস বিক্রেতা। ঘটনাস্থল থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত বাহানাগা বাজারে তাঁর মুরগির মাংসের দোকান। শুক্রবার সন্ধ্যায় বাজারের আর পাঁচজনের মতো তিনিও সচকিত হয়ে উঠেছিলেন বিকট শব্দে। রেল দুর্ঘটনার খবর শোনামাত্র দোকানের ঝাঁপ ফেলে ছুটে যান সেখানে। 
অতীতে এলাকায় অগ্নিকাণ্ড বা সড়ক দুর্ঘটনার সময়ও তাঁকে উদ্ধারকারীর ভূমিকায় দেখা গিয়েছে। ছিটকে যাওয়া কামরা, ভেসে আসা  আর্তনাদ থেকে তিনি বুঝে যান, সর্বনাশ হয়ে গিয়েছে। কালবিলম্ব করেননি তিনি। ঘটনার অব্যবহিত পরে জমে যাওয়া ভিড়ের সবাই যখন ভাবছেন, পুলিস-প্রশাসন না এলে উদ্ধারকাজে হাত লাগানো উচিত হবে কি না, তখন সব সংশয় হেলায় উড়িয়ে রঞ্জন আরও তিনজন সহযোগীকে নিয়ে ঝাঁপিয়ে পড়েন। স্থানীয়ভাবে জোগাড় করা মই, লোহার রড ইত্যাদির সাহায্যে মালগাড়ির উপরে উঠে যাওয়া কামরা থেকে টেনে বার করে আনেন নিথর ও যন্ত্রণায় কাতর বহু যাত্রীকে। তাঁর দাবি, উদ্ধারকারী দল পৌঁছনোর আগেই তিনি ও তাঁর সহযোগীরা প্রায় ২৫০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তিনি একাই প্রায় ৭০ জনকে জখম বা সুস্থ অবস্থায় কামরা থেকে বাইরে এনেছেন। বাজারের অন্যান্য ব্যবসায়ীরাও এক কথায় স্বীকার করছেন রঞ্জনের এই কৃতিত্ব। তাঁরা বলছেন, শতকের সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনায় রঞ্জনের সহযোগিতায় কার্যত পুনর্জন্ম পেয়েছেন শতাধিক মানুষ। 

4th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ