বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

কেন্দ্রে মানবিক প্রধানমন্ত্রী হিসাবে
মমতাকেই দেখতে চায় ফেডারেশন
 পঞ্চায়েত ভোটে সরকারি কর্মীদের মাঠে নামার পরামর্শ মানসের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য থেকে কর গ্রহণের পরও হকের টাকা না দেওয়ায় কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে সুর চড়াল তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মী সংগঠন। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া কলকাতার হাজরা মোড়ে বিশাল সমাবেশ করে ফেডারেশন। তৃণমূলের নেতা-মন্ত্রীরা ঘোষণা করেন, ২০২৪ সালের লোকসভা ভোটে নরেন্দ্র মোদি সরকারকে সরিয়ে কেন্দ্রে প্রতিষ্ঠিত হবে মানবিক সরকার। যার মুখ হবেন মমতা।  
মানস ভুঁইয়াকে কিছুদিন আগে পশ্চিমবঙ্গ রাজ সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রবল গরমের মধ্যেও ভিড়ের নিরিখে প্রথম সমাবেশ সফল। প্রধানমন্ত্রী হিসাবে মমতাকে চাওয়ার পাশাপাশি আগামী পঞ্চায়েত ভোটে সরকারি কর্মীদের দায়িত্ব বুঝিয়ে দেন মানসবাবু। তিনি বলেন, ‘অফিসের চেয়ারে কাজ করার সময় আপনাদের পরিচয় ফেডারেশন কর্মী। কিন্তু যখন অফিসের বাইরে গ্রামে-গঞ্জে থাকবেন তখন আপনাদের পরিচয় তৃণমূল কর্মী। সিপিএম, কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে।’ আগামী দু’মাসে ফেডারেশনের সদস্য সংখ্যা দু’লক্ষে পৌঁছবে বলে আত্মবিশ্বাসী মানসবাবু। সভা শেষে তাঁর ঘোষণা, ‘মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে এরপর দু’লক্ষ সদস্য নিয়ে নেতাজি ইন্ডোরে সভা করবে ফেডারেশন।’ বাংলার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করার ফলেই কংগ্রেস এবং সিপিএম বিধানসভায় শূন্য হয়ে গিয়েছে বলে দাবি করেন তিনি। এদিন সভায় ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মন্ত্রীদের মধ্যে ছিলেন ব্রাত্য বসু, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা। উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, বিধায়ক দেবাশিস কুমার, কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়, সন্দীপ বক্সি প্রমুখ।  

4th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ