বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

বেঞ্চ-ব্ল্যাক বোর্ড সরিয়ে লাশকাটা ঘর 
হাইস্কুলেই শয়ে শয়ে দেহের ময়নাতদন্ত

শুভ্র চট্টোপাধ্যায়, বালেশ্বর: বাচ্চারা এখানে পড়াশোনা করত। খেলত। ছুটত। মুখরিত থাকত স্কুল। শুক্রবারের পর সে স্কুলে শ্মশানের স্তব্ধতা। জীবন গড়ার পাঠাশালায় মৃত শরীরের মিছিল। থ্যাঁতলানো দেহে উপচে পড়ছে শিশুদের খেলাধুলার স্কুল প্রাঙ্গণ। বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার পর ওড়িশার বাহানারা সরকারি হাইস্কুল লহমায় বদলে হয়ে গিয়েছে লাশকাটা ঘর।
সেখানে বাচ্চাদের খেলার ছোট মাঠে ট্রেন দুর্ঘটনায় মৃতদের দেহ এনে রাখা হচ্ছে। ক্লাস সিক্স ও সেভেনের ঘরে টেবিল-চেয়ার-বেঞ্চ-ব্ল্যাক বোর্ড সরিয়ে মাটিতে হচ্ছে শব ব্যবচ্ছেদের কাজ। চিকিৎসকরা দেহ পরীক্ষা করে সেই কক্ষে রিপোর্ট বানাচ্ছেন। তারপর দেহ সংরক্ষিত করা হচ্ছে ক্লাস এইটের ঘরে। স্কুলের অফিস ঘরটি এখন প্রশাসনিক কাজে ব্যবহার করা হচ্ছে। ওড়িশা সরকারের একজন আইএএস পদমর্যাদার আধিকারিক দায়িত্বে রয়েছেন। পশ্চিম মেদিনীপুরের এডিএম এবং অন্যান্য আধিকারিকরাও আছেন। সেখানে মৃতের আত্মীয়দের পরিচয়পত্র যাচাই করে দেহ তাঁদের হাতে তুলে দেওয়া হচ্ছে। ওড়িশা প্রশাসন সূত্রে খবর, দুর্ঘটনার পর থেকে শনিবার রাত পর্যন্ত দু’শোর উপর দেহ এখানে ময়নাতদন্তের জন্য এসেছে। অধিকাংশ দেহের পরীক্ষা সম্পন্ন। বহু দেহ সৎকারের জন্য নিয়েও গিয়েছেন আত্মীয়রা।
ওড়িশা প্রশাসনের এক কর্তা জানান, দুর্ঘটনার পর মৃত্যু মিছিল শুরু হয়। প্রাথমিকভাবে বালাসোর এবং ত্রিসোর হাসপাতালে দেহ নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু অচিরেই সেখানে জায়গার অভাব দেখা দেয়। এছাড়া ঘটনাস্থল থেকে দু’টি হাসপাতালের দূরত্বও বেশি। ফলে এক কিমি দূরের বাহানাগা স্কুলটিকে অস্থায়ীরূপে ব্যবহারের পরিকল্পনা করে রেল ও স্থানীয় প্রশাসন। সরকারি স্কুলটিতে গরমের ছুটি চলছে। ফলে বন্ধ আছে। সেটির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দুর্ঘটনায় মৃতদেহ আনা এবং শব ব্যবচ্ছেদের কাজ শুরু হয়। ভোর চারটে নাগাদ চাবি এনে খোলা হয় স্কুল। এখনও পর্যন্ত ১২ জন চিকিৎসক এখানে ময়নাতদন্তের কাজ করছেন। বহু সংখ্যক ডোমকে কাজে লাগানো হয়েছে।
জানা গিয়েছে আরও তিনটি জায়গায় ময়নাতদন্তের কাজ চলছে। তবে অস্থায়ীভাবে তৈরি এই স্কুলটি আকারে সবথেকে বড়। ফলে এখানে ময়নাতদন্তের চাপও বেশি। এই ব্যস্ততার মধ্যেও মৃতের আত্মীয়রা পৌঁছনোর পর তাঁদের জল-বিস্কুট দেওয়ার ব্যবস্থা করছেন কর্মী-আধিকারিকরা। থেকে থেকেই সেখানে কান্নার রোল। চাপা গলার গুঞ্জন। তবে নিস্তব্ধতা, একেবারে শ্মশানের মতো।                                                                                 

4th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ