বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

কাউকে ছাড়া হবে না, ঘটনাস্থল
ঘুরে বললেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, বালেশ্বর: আসতে পারেন স্বয়ং প্রধানমন্ত্রী। শনিবার সকাল থেকেই শোনা যাচ্ছিল এমন কথা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন মহল থেকে এই জল্পনা আরও জোরালো হয়। বেলা ৩টে ৪৫ মিনিট নাগাদ ভুবনেশ্বর থেকে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে চেপে সরাসরি বাহানাগা বাজারে নামেন নরেন্দ্র মোদি। এখানেই গত রাতে ঘটে গিয়েছে সাম্প্রতিক কালের ভয়াবহ রেল দুর্ঘটনা। আগে থেকেই সেখানে ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। প্রধানমন্ত্রীকে তিনিই পরিস্থিতি বর্ণনা করেন। এরপর যে জায়গায় একের পর এক কামরা দুমড়েমুচড়ে পড়ে রয়েছে, সেখানে চলে যান মোদি। এনডিআরএফ সহ উদ্ধারকারী দলের সদস্যদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। কিছুক্ষণ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এই ঘটনায় কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড়া হবে না।’ জখমদের চিকিৎসা সংক্রান্ত সবরকম সাহায্যের আশ্বাস দেন তিনি। সেই সঙ্গে যেসব স্থানীয় বাসিন্দা বিপদাপন্ন যাত্রীদের প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিলেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। অকুস্থলে দাঁড়িয়েই তিনি  রেল এবং ওড়িশা সরকারের একাধিক পদস্থ কর্তার সঙ্গে কথা বলেন। কিছুক্ষণের জন্য তাঁকে অত্যন্ত চিন্তিতভাবে ফোনে কারও সঙ্গে কথা বলতে দেখা যায়। বিকেল ৪টে ২১ মিনিট নাগাদ ঘটনাস্থল ছা঩ড়েন প্রধানমন্ত্রী।

4th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ