বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

‘হঠাৎ ঝাঁকুনিতে সব তোলপাড়’

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘আচমকা একটা বিকট শব্দ। তারপরই প্রবল ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে গেল ট্রেন। কামরার সব আলো নিভে গেল। অনেকের সঙ্গে আমিও আতঙ্কে লাফ দিয়ে নেমে পড়লাম ট্রেন থেকে। অন্ধকার সত্ত্বেও স্পষ্ট দেখতে পেলাম, সামনের কামরাগুলি ছিটকে পড়েছে। শোনা যাচ্ছে আর্তনাদ।’ ফোনের ওপার থেকে কাঁপা কাঁপা গলায় কথাগুলি বলছিলেন দুর্ঘটনাগ্রস্ত করমণ্ডল এক্সপ্রেসের যাত্রী রূপম বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার রাতে ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী থাকল ওড়িশা। বালেশ্বরের অনতিদূরে দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল ও যশবন্তপুর এক্সপ্রেস। সব থেকে বেশি ক্ষতি হয়েছে করমণ্ডল এক্সপ্রেসে। এই ট্রেনের সিংহভাগ কামরাই লাইনচ্যুত হয়েছে। যে ক’টি লাইনচ্যুত হয়নি, সেরকম একটি কামরার যাত্রী ছিলেন রূপমবাবু। তিনি আরও বলেন, ‘লাইনের উপর যেখানে সেখানে  পড়ে রয়েছে রক্তাক্ত দেহ। কারও হাত, কারও পা ঝুলছে ছিটকে যাওয়া কামরার জানালা থেকে। একের পর এক কামরা মুড়ির টিনের মত দুমড়ে গিয়েছে।’ উদ্ধারে ঝাঁপিয়ে পড়া স্থানীয় বাসিন্দা অর্জুন দাসের কথায়, ‘প্রচণ্ড আওয়াজ শুনে আমরা ছুটে এসে দেখি, কামরাগুলি সব উল্টে পড়ে আছে। আর্তনাদ করছেন যাত্রীরা। কোনওরকমে কয়েকজনকে বার করতে পারি। রেলকর্মীরা কামরা কেটে একের পর এক দেহ উদ্ধার করছেন।’ 

3rd     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ