বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

শাহের ব্যর্থতার দায় এড়াতে
কি মুখ্যমন্ত্রী বদল? জল্পনা 

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একের পর এক অফিসারকে সরিয়ে দেওয়া হচ্ছে। এরপর পালা কি স্বয়ং মুখ্যমন্ত্রীর? সেরকমই জল্পনা। মণিপুরের অশান্তি ঠেকানো অথবা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে রাজ্যের বিজেপি সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকও ছিল অন্ধকারে। গোয়েন্দা ব্যর্থতার দিকে আঙুল উঠছে। পাশাপাশি যেদিন থেকেই এই হিংসা ও আগুন ছড়িয়েছে, তখন থেকেই কেন্দ্রের সঙ্গে সমন্বয় রাখতে ব্যর্থ রাজ্য সরকার। ফলে রাজ্য পৌঁছে গিয়েছে অরাজক পরিস্থিতির দিকে। এমনকী সরকারি অস্ত্র লুট হওয়া ঠেকাতেও ব্যর্থ সরকার। মণিপুরের এই জাতিদাঙ্গা ঠেকানো ও নিয়ন্ত্রণের ব্যর্থতার দায় থেকে অমিত শাহকে আড়াল করতেই কি কোপ পড়তে চলেছে মুখ্যমন্ত্রীর উপর? প্রশ্ন উঠছে। 
মণিপুরের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী বীরেন সিংকে সরিয়ে দেওয়া হতে পারে। বিজেপি সূত্রে সেরকমই সংবাদ পাওয়া যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইম্ফলে যাওয়ার পর প্রশাসনিক বৈঠকের পাশাপাশি রাজনৈতিক বৈঠকও করেছেন। দল ও সরকারের সঙ্গে তিনি দফায় দফায় কথা বলেছেন। মুখ্যমন্ত্রী বীরেন সিং বিরোধী অংশ তাঁর সঙ্গে দেখা করেছেন। জাতিদাঙ্গা শুরু হওয়ার আগে থেকেই  বীরেন সিংকে সরিয়ে দেওয়ার চাপ দিয়ে বিজেপি শীর্ষ নেতৃত্বকে রীতিমতো গণ ইস্তফার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। বীরেন সিং নিজেও স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তারপরই মণিপুরে জাতি সংঘর্ষ শুরু হয়। শুধুই রাজ্য নয়, কেন্দ্রীয় সরকারের উপরও ক্ষোভ আছড়ে পড়ছে মণিপুরে। হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে আলোচনা করেই উত্তর-পূর্ব ভারতের প্রতিটি রাজ্যের বিষয়ে সিদ্ধান্ত নেন অমিত শাহ। তাই স্বাভাবিকভাবেই অমিত শাহের  ব্যর্থতার প্রশ্ন উঠছে। আর সেই দায় এড়াতেই মুখ্যমন্ত্রী বদল করা হতে পারে। বার্তা দেওয়ার চেষ্টা হতে পারে যে, কেন্দ্র কঠোর অবস্থান নিতে পারে।

2nd     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ