বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

চাদরের মতো উঠে গেল পিচ,
রাস্তার মান নিয়ে প্রশ্ন মহারাষ্ট্রে  

মুম্বই: সেই কবে সুকুমার রায় ‘হযবরল’-তে লিখেছিলেন, ‘ছিল রুমাল, হয়ে গেল একটা বেড়াল’। যেন এমনটাই ঘটল মহারাষ্ট্রের জালনা জেলার কারজাত-হাস্ত-পোখারি গ্রামে। ঝকঝকে  রাস্তা। সদ্যই পিচ পড়েছে।  কিন্তু টান দিতেই চড়চড় করে উঠে পিচের আস্তরণ। জার্মান প্রযুক্তির নাম করে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার তাঁদের কীভাবে ঠকিয়েছেন, তা জানতে পেরে চক্ষু চড়কগাছ গ্রামবাসীদের। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার  ৩৮ সেকেন্ডের একটি ভিডিওতে ভাইরাল হয়ে গিয়েছে। তাতে দেখা গিয়েছে, কার্পেটের মতো করে গুটিয়ে রাস্তার পিচের আস্তরণ তুলে ফেলছেন বেশ কিছু স্থানীয় বাসিন্দা। তারপরই দেখা যায়, নীচে রয়েছে শুধুই কাপড়। তার উপরই স্টোনচিপ-পিচ দিয়ে দায়সারাভাবে রাস্তা বানিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ওই রাস্তাটি তৈরি করেন ঠিকাদার রানা ঠাকুর। তাঁদের জানানো হয়, জার্মান প্রযুক্তি ব্যবহারে বহু টাকা ব্যয় করে ওই রাস্তা তৈরি করা হয়েছে। এই ঘটনার পর মহারাষ্ট্র সরকারের সমালোচনায় সোচ্চার ক্ষুব্ধ বাসিন্দারা। 

2nd     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ