বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

দাবিহীন জমা টাকা ফেরত দিতে
বিশেষ উদ্যোগ রিজার্ভ ব্যাঙ্কের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে দাবিহীন এবং লেনদেনহীন জমা টাকার অঙ্ক শিখর স্পর্শ করেছে।  ৩৫ হাজার কোটি টাকার বেশি জমা রয়েছে সেভিংস এবং ফিক্সড ডিপোজিটে। যে জমা টাকার কোনও দাবিদারও নেই। কোনও লেনদেনও নেই। অর্থাৎ ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে বহু বছর আগেই ম্যাচিওরড হয়ে যাওয়া সত্ত্বেও টাকা নিতে কেউ আসেনি। আর সেভিংস অ্যাকাউন্টে  জমা থেকে অ্যাকাউন্ট স্থগিত হয়ে গিয়েছে। এই বিপুল পরিমাণ দাবি ও লেনদেনহীন টাকার হিসাব রাখা এবং অডিটের বোঝা বইতে গিয়ে হিমশিম খাচ্ছে ব্যাঙ্কগুলি এবং রিজার্ভ ব্যাঙ্ক। সেই কারণেই রিজার্ভ ব্যাঙ্ক পয়লা জুন থেকে ১০০ দিনের একটি কর্মসূচি নিয়েছে। নাম ১০০ দিনে ১০০ পেমেন্ট। 
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে বলা হয়েছে, প্রত্যেকে এরকম অ্যাকাউন্ট অথবা আমানতের তালিকা চিহ্নিত করে, গ্রাহককে টাকা ফেরত দিতে হবে। এজন্য একটি ওয়েব পোর্টাল চালু করা হয়েছে। গ্রাহকদের বলা হয়েছে, যারা কোনও কারণে জমা টাকা ফেরত নিতে পারেনি তারা এই পোর্টালে আবেদন করুন। ফিক্সড ডিপোজিট অথবা সেভিংস অ্যাকাউন্টে কোনও  জমা টাকা ১০ বছর ধরে লেনদেনহীন হয়ে পড়ে থাকলে সেটিকে দাবিহীন অর্থ তকমা দেওয়া হয়। এরপর সেই টাকা যখন তখন ফেরত পাওয়া যায় না। নির্দিষ্ট নিয়মে আবেদন করতে হয়। কোনও কোনও সময় তা সময়সাপেক্ষ।  রিজার্ভ ব্যাঙ্ক মনে করে এই বিপুল পরিমাণ অর্থ স্রেফ সাধারণ মানুষেরই নয়। এর মধ্যে রহস্য‌ময় দাবিদাররাও রয়েছেন। ওই অ্যাকাউন্ট কাদের এবং কী কারণে ওই টাকা পড়ে রয়েছে, সেটা কেন্দ্রীয়ভাবে জানার প্রক্রিয়া শুরু হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের কাছে বিভিন্ন ব্যাঙ্ক প্রাথমিক ভাবে ওইসব অ্যাকাউন্ট নিয়ে রিপোর্ট দিয়েছে। ব্যাঙ্কগুলি জানিয়েছে, বহু গ্রাহকের ঠিকানা বদলে গিয়েছে, টেলিফোন সংযোগ নেই এবং অনেকেই বিদেশে চলে গিয়েছেন। ১০ বছরের পুরনো দাবিহীন টাকা ব্যাঙ্কগুলি পাঠিয়ে দেয় ডিপোজিটর এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ফান্ডে। যা রিজার্ভ ব্যাঙ্কের অধীনে। যে ব্যাঙ্কগুলির ফিক্সড ডিপোজিট ও সেভিংস অ্যাকাউন্টে সবথেকে বেশি দাবিহীন টাকা পড়ে রয়েছে সেগুলি হল স্টেট ব্যাঙ্ক( ৮ হাজার ৮০ কোটি টাকা), পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (৫ হাজার ৩০০ কোটি টাকা) এবং কানাড়া ব্যাঙ্ক (৪হাজার ৫৫৮ কোটি টাকা)। 

2nd     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ