বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

পাটনার বৈঠকে যোগদান
নিশ্চিত করল কংগ্রেস

নয়াদিল্লি: লক্ষ্য চব্বিশের রণকৌশল নির্ধারণ। ১২ জুন পাটনায় হবে বিজেপি বিরোধী ‘সম-মনোভাবাপন্ন’ দলগুলির বৈঠক। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উদ্যোগে বহু চর্চিত সেই বৈঠক থেকে ‘ঐক্যবদ্ধ’ ছবি তুলে ধরতে মরিয়া বিরোধী শিবির। কিন্তু, পাটনার সেই বৈঠকে কংগ্রেসের প্রতিনিধিত্ব কে করবেন? রাহুল গান্ধী বর্তমানে আমেরিকায় রয়েছেন। ১২ জুন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেরও অন্য কর্মসূচি রয়েছে। এই অবস্থায় বৃহস্পতিবার দলের কমিউনিকেশনস ইন-চার্জ জয়রাম রমেশ বলেন, পাটনার ওই গুরুত্বপূর্ণ বৈঠকে কংগ্রেস ‘নিশ্চিতভাবেই’ যোগ দেবে। তবে দলের প্রতিনিধি হিসেবে সেখানে কে যাবেন, তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে ও অন্যান্য নেতারা তা ঠিক করবেন। আমরা বৈঠকের দিন বদলানোর আর্জি জানিয়েছিলাম। কিন্তু উদ্যোক্তারা সম্ভবত তা করতে পারছেন না। রাহুল গান্ধী দেশের বাইরে রয়েছেন। সভাপতি খাড়্গেরও অন্যান্য কর্মসূচি রয়েছে। তাঁরা যেতে না পারলে অন্য কেউ পাটনার ওই বৈঠকে যোগ দিতে যাবেন।    

2nd     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ