বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

বেঙ্গালুরুতে পিএফআইয়ের বিরুদ্ধে তল্লাশি

বেঙ্গালুরু: গত বছর জুলাইয়ে পাটনা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অভিযোগ, সেই সময়ে তাঁকে খুনের চক্রান্ত করেছিল নিষিদ্ধ মৌলবাদী সংগঠন পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া (পিএফআই)। সেই সূত্রেই বুধবার বেঙ্গালুরুর দক্ষিণ কন্নড় জেলায় তল্লাশি চালাল এনআইএ। স্থানীয় পুলিসকে সঙ্গে নিয়ে বেলটাংগাদি, পুত্তুর, বান্টওয়ালা, উপ্পিনানগাদি এবং ভেনুরা সহ মোট ১৬টি জায়গায় একযোগে হানা দেয় তারা। গত বছর পিএফআই সদস্য শফিক পায়েথের বিরুদ্ধে হেফাজত নোটে ইডি বলেছিল, পাটনা সফরের (২০২২-এর ১২ জুলাই) সময়ে সংশ্লিষ্ট সংগঠনের তরফে প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। এদিন পিএফআই সদস্যদের বাড়ি, অফিস এবং হাসপাতালে অভিযান চালিয়ে প্রচুর নথি উদ্ধার হয়েছে। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। পুত্তুর,কুর্নাদকা, তারিপদপু এবং কুম্বরা গ্রাম থেকে চার সন্দেহভাজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের নাম মহম্মদ হরিস কুম্বরা, সাজ্জাদ হুসেন কোদিম্বাদি, ফয়জল আহমেদ তরিগুদ্দে এবং সামসুদ্দিন কুর্নাদকা। প্রসঙ্গত, বেআইনি কার্যকলাপের জন্য গত বছর সেপ্টেম্বরে পিএফআইকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়। গত ফেব্রুয়ারিতে এই সংগঠন সম্পর্কে মারাত্মক তথ্য হাতে আসে মহারাষ্ট্রের ‘অ্যান্টি টেরিরিজম স্কোয়াড’-এর। অভিযোগ, অদূর ভবিষ্যতে ভারতে ইসলামের শাসন প্রতিষ্ঠা করাই ছিল এই সংগঠনের প্রধান লক্ষ্য। এর জন্য তাদের পরিকল্পনা ছিল বিদেশি শক্তির কাছ থেকে প্রয়োজনীয় সাহায্য জোগাড় করা।

1st     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ