বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

করোনাকালে স্কুলছুট দশম শ্রেণির
৩৫ লক্ষ পড়ুয়া: রিপোর্ট শিক্ষা মন্ত্রকের

নয়াদিল্লি: সম্প্রতি শিক্ষা মন্ত্রকের তরফে এক চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এসেছে। তাতে করোনাকালে দেশে দশম শ্রেণি অর্থাৎ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা নিয়ে ফুটে উঠেছে উদ্বেগজনক চিত্র। পরিসংখ্যান বলছে, ২০২১-’২২ শিক্ষাবর্ষে স্কুলছুট হয়েছে দশমের ৩৫ লক্ষ পড়ুয়া। এর মধ্যে সাড়ে সাত লক্ষ পড়ুয়া দশম শ্রেণির পরীক্ষাই দেয়নি। আর সাড়ে সাতাশ লক্ষ পড়ুয়া অকৃতকার্য। 
২০২০ সালের জাতীয় শিক্ষা নীতির সুপারিশ অনুযায়ী বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রীয় শিক্ষা বোর্ড পরিচালিত পরীক্ষাগুলির মান যাচাইয়ের জন্য মন্ত্রক একটি সমীক্ষা চালিয়েছিল। এর জন্য মন্ত্রকের পক্ষ থেকে ‘জাতীয় মূল্যায়ন কেন্দ্র’ তৈরি করা হয়। দেশের বিভিন্ন রাজ্যের বোর্ডে শিক্ষার মান নিয়ে ফারাকের বিষয়টিও উঠে এসেছে সমীক্ষায়।   উপযুক্ত পরিকাঠামোর পাশাপাশি এই সমস্যার মূল কারণ উন্নতমানের শিক্ষক না থাকা কিংবা পর্যাপ্ত শিক্ষকের অভাব। এই প্রেক্ষিতেই মন্ত্রকের স্কুল শিক্ষা সচিব সঞ্জয় কুমার মুক্ত বিদ্যালয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। পাশাপাশি, তিনি মুক্ত বিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থার সংস্কারের পক্ষে সওয়াল করেছেন। জানা গিয়েছে, মোট ড্রপ আউটের মধ্যে ৮৫ শতাংশ (প্রায় ৩০ লক্ষ) পড়ুয়াই ১১টি রাজ্যের। এই তালিকায় রয়েছে  উত্তরপ্রদেশ,তামিলনাড়ু, ছত্তিশগড়, অসম, মধ্যপ্রদেশ, গুজরাত, রাজস্থান, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, হরিয়ানা ও বিহার। 

1st     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ