বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

তামাক পণ্য সেবনের সতর্কীকরণ
দেখাতে হবে ওটিটি প্ল্যাটফর্মেও
কড়া সিদ্ধান্ত কেন্দ্রের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিশ্ব তামাক বিরোধী দিবসে কড়া পদক্ষেপ নিল স্বাস্থ্যমন্ত্রক। সিগারেট, বিড়ির মতো তামাকজাত দ্রব্য খাওয়ায় কুফল ও বিধিবদ্ধ সতর্কীকরণ দেখানো বাধ্যতামূলক করা হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মেও। স্বাস্থ্যমন্ত্রক গেজেট বিজ্ঞপ্তি জারি করে বুধবার জানিয়েছে, অনুষ্ঠানের শুরু এবং মাঝখানে সাদা প্রেক্ষাপটে কালো হরফে ওই সতর্কীকরণ বার্তা দেখাতে হবে কমপক্ষে ৩০ সেকেন্ড। পাশাপাশি শোনাতে হবে ২০ সেকেন্ডের সতর্কীকরণের অডিও। ছবির প্রয়োজনে ধূমপানের কোনও দৃশ্য থাকলে, নীচে দেখাতে হবে ‘টোবাকো কিলস, টোবাকো কজেস ক্যান্সার’ সতর্কীকরণ বার্তা। মন্ত্রকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কোনও প্রযোজক বা নির্মাতা নির্দেশ না মানলে কেন্দ্রের তিন মন্ত্রকের বিশেষ কমিটি কড়া ব্যবস্থা নেবে।  
সম্প্রতি ধূমপান নিয়ে একটি সমীক্ষা করেছিল স্বাস্থ্যমন্ত্রক। তাতে দেখা যাচ্ছে, প্রতি আট সেকেন্ডে একজনের মৃত্যুর কারণ সিগারেট, বিড়ির মতো তামাকজাত দ্রব্য। দেশের প্রতি দশ জনের মধ্যে আটজন মহিলাই ধূমপায়ীদের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চান না। ভারতের প্রায় ৩৪ শতাংশ শিশু-কিশোর জানেই না তামাকজাত দ্রব্যের বদগুণ। তা যেমন ক্যান্সারের মতো মারণ রোগ ডেকে আনতে পারে, তেমনই সমস্যা তৈরি করতে পারে শুক্রাণুতে। ফলে ধূমপায়ীরা নিজেরা তো বটেই, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যেও নিবেশ করছে ‘বিষ।’ এতদিন তামাকজাত দ্রব্যের সেবন নিয়ে বিধিবদ্ধ সতর্কীকরণ শুধুমাত্র প্রেক্ষাগৃহে রিলিজ হওয়া সিনেমাতেই দেখানো হতো। এই সমীক্ষার পর ওটিটি প্ল্যাটফর্ম নিয়েও কড়া হল কেন্দ্র। 

1st     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ