বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

বিশ্বের সর্ববৃহৎ ‘শস্য ভাণ্ডার’
গড়তে অনুমোদন মন্ত্রিসভার

নয়াদিল্লি: শস্য মজুত করতে বিশ্বের বৃহত্তম পরিকাঠামো গড়তে চাইছে মোদি সরকার। সেই লক্ষ্যে বুধবার ১ লক্ষ কোটি টাকার প্রকল্পে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই প্রকল্পে সমবায় ক্ষেত্রে আগামী পাঁচ বছরের মধ্যে ৭০০ লক্ষ টন শস্য মজুত করার মতো পরিকাঠামো তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কেন্দ্রের দাবি, এই প্রকল্পের ফলে একদিকে যেমন শস্যের ক্ষতি আটকানো যাবে, তেমনই চাষিদের অভাবী বিক্রিতেও রাশ টানা যাবে। এর পাশাপাশি দেশের খাদ্য সুরক্ষার বিষয়টিও মজবুত হবে। বাড়বে গ্রামীণ অঞ্চলের কর্মসংস্থান। এদিন সাংবাদিক বৈঠকে এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, বর্তমানে দেশে খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ ৩ হাজার ১০০ লক্ষ টন। সেখানে মাত্র ১৪৫০ লক্ষ টন মজুত করার মতো পরিকাঠামো রয়েছে। নয়া এই প্রকল্পের অধীনে দেশজুড়ে প্রতিটি ব্লকে ২ হাজার টনের ‘শস্য ভাণ্ডার’ গড়ে তোলা হবে। যার ফলে ২১৫০ লক্ষ টন শস্য মজুত করা যাবে বলেই জানান মন্ত্রী। তবে, বাকি ৯৫০ টন শস্যের কী হবে, তা স্পষ্ট নয়। অন্যদিকে, এদিনই ‘সিটিজ ২.০’ প্রকল্প শুরুর সুবজ সঙ্কেত দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। অনুরাগ জানান, ২০১৮ সালে শুরু হওয়া শহরাঞ্চল কেন্দ্রিক এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের জন্য বরাদ্দ হয়েছে ১ হাজার ৮৬৬ কোটি টাকা।

1st     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ