বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

বসুন্ধরাকে গুরুদায়িত্ব দিয়ে নমনীয় মোদি-শাহ
কর্ণাটকের হার থেকে শিক্ষা

সমৃদ্ধ দত্ত, নয়াদিল্লি: কর্ণাটকে পরাজয়। আর দক্ষিণের এই রাজ্যের নির্বাচনী ফলাফল বিজেপির অন্দরের বহু সমীকরণ পাল্টে দিয়েছে। নরেন্দ্র মোদি এবং অমিত শাহের একক সিদ্ধান্ত নির্বাচন স্ট্র্যাটেজিতে বলবৎ করা হলে যে সাফল্য মিলছে না, সেই প্রমাণ পাওয়া যাচ্ছে বারংবার। তাই বাধ্য হয়েই এবার রাজস্থানে নরম মনোভাব গ্রহণ করছে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব। দীর্ঘদিন ধরে কোণঠাসা করে রাখা বসুন্ধরা রাজে সিন্ধিয়াকে এবার বাধ্য হয়ে ফের গুরুত্ব দেওয়া হচ্ছে। ৩০ মে থেকে ঝাড়খণ্ডে একমাসব্যাপী যে জনসংযোগ অভিযান কর্মসূচি নিয়েছে বিজেপি, তাতে বসুন্ধরাকে এককভাবে প্রচারের প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন রাজ্যে দলীয় নেতৃত্বকে এই দায়িত্ব দেওয়া হলেও, এককভাবে একজনকে গোটা রাজ্যের জনসংযোগ অভিযান পরিচালনার দায়িত্ব দেওয়ার নজির বিশেষ একটা নেই। কিন্তু বসুন্ধরাকে তুষ্ট করতে এবং তাঁকে দল যথাযথ গুরুত্ব দিচ্ছে, এই বার্তা দিতে মরিয়া হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। জানা গিয়েছে, ৩ জুন থেকে বসুন্ধরা ময়দানে নামবেন। ১৪টি লোকসভা আসনেই তিনি যাবেন। তাঁকে অনুরোধ করা হয়েছে হাজারিবাগ, গিরিডি, দুমকা, গোড্ডা, কোডারমার মতো হাই প্রোফাইল আসনে বিশেষ জোর দেওয়ার জন্য।
শুধু এই একমাসের জনসংযোগ অভিযান নয়, আগামী বছরের লোকসভা ভোটের প্রচার কৌশল, ইস্যু, দলের সাংগঠনিক দুর্বলতা এবং শক্তি প্রতিটি বিষয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বসুন্ধরাই। হঠাৎ বসুন্ধরা রাজেকে এভাবে বড়সড় দায়িত্ব দিয়ে আবার মূল স্রোতে ফিরিয়ে আনার পিছনে দু’টি কারণ থাকতে পারে বলে আলোচনা বিজেপির অন্দরে। প্রথমত, তাঁকে কৌশলে রাজস্থান থেকে জাতীয় রাজনীতির আঙিনায় নিয়ে আসতে সচেষ্ট মোদি এবং অমিত শাহ। অর্থাৎ ২০২৪ সালে ক্ষমতায় ফিরলে গুরুত্বপূর্ণ মন্ত্রী করার আশ্বাস। কিন্তু আগেও এই প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি মানতে চাননি। তাঁর একটাই লক্ষ্য এবং দাবি, রাজস্থানে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়া। অন্য জল্পনাটি হল, কর্ণাটকের ফল মোদি-শাহকে বুঝিয়ে দিয়েছে, যেভাবে নিজেদের ইচ্ছামতো বি এস ইয়েদুরাপ্পাকে সরিয়ে দিয়ে অপমান করে সর্বনাশ হয়েছে, সেই একই ভবিতব্য রাজস্থানেও অপেক্ষা করতে পারে বসুন্ধরাকে সম্পূর্ণ গুরুত্বহীন করে রাখার এই প্রবণতা চালু রাখলে। তাই বসুন্ধরার জেদ এবং দাবির কাছে অবশেষে সম্ভবত নত হচ্ছেন মোদি। তাই তাঁকে ফের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের যে রাজনৈতিক তাৎপর্য রয়েছে, তার প্রমাণ বিজেপি বিধায়কদের বাঁধভাঙা উচ্ছ্বাস। মঙ্গলবার এই সিদ্ধান্ত জগৎপ্রকাশ নাড্ডা বসুন্ধরাকে জানানোর পরই রাজস্থানে শুরু হয়েছে লাড্ডু বিলি। তাঁদের স্লোগান, মহারানির প্রত্যাবর্তন! 

1st     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ