বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

গত অর্থবর্ষে একধাক্কায় ২ শতাংশ
কমেছে দেশের জিডিপি বৃদ্ধির হার
৬ মাসে সর্বনিম্ন কোর সেক্টরের অগ্রগতি

নয়াদিল্লি: ভারতীয় অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বলে বারেবারেই  দাবি করেছে মোদি সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীরাও সাফল্যের দাবিতে সরব। কিন্তু সেই দাবি নিয়ে প্রশ্ন তুলে দিল আর্থিক অগ্রগতি নিয়ে খোদ কেন্দ্রীয় সরকারের রিপোর্টই। বুধবার প্রকাশিত পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ২০২২-২৩  অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার ছিল জিডিপির ৭.২ শতাংশ। আগের অর্থবর্ষের (২০২১-২২) তুলনায় প্রায় ২ শতাংশ কম। ২০২১-২২ অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার ছিল জিডিপির ৯.১ শতাংশ। থমকে গিয়েছে কোর সেক্টরের অগ্রগতিও। আটটি কোর সেক্টরের অগ্রগতি এপ্রিলে কমে দাঁড়িয়েছে ৩.৫ শতাংশ। ছ’মাসের মধ্যে এটাই সর্বনিম্ন। অপরিশোধিত তেল, তৈল সংশোধনাগারের পণ্য উৎপাদন, প্রাকৃতিক গ্যাস, বিদ্যুতের উৎপাদন কমে যাওয়াতেই কোর সেক্টরের এই পতন বলে জানাচ্ছেন আর্থিক বিশেষজ্ঞরা। তবে রাজস্ব ঘাটতির নিরিখে কিছুটা স্বস্তি অর্জন করা গিয়েছে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, মার্চ মাসে শেষ হওয়া অর্থবর্ষে এই ঘাটতি কমে দাঁড়িয়েছে জিডিপির ৬.৪ শতাংশ। যা সরকারের লক্ষ্যমাত্রার মধ্যেই রয়েছে।  এরইমধ্যে মোদি সরকারকে স্বস্তি দিয়েছে আন্তর্জাতিক আর্থিক সমীক্ষা সংস্থা মর্গান স্ট্যানলিও। সংস্থার রিপোর্টে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে ২০১৪ সাল থেকে ভারতে বিনিয়োগ নিয়ে শঙ্কা অনেকটাই কেটে গিয়েছে আন্তর্জাতিক লগ্নিকারীদের। জাতীয় পরিসংখ্যান দফতরের (এনএসও) পূর্বাভাস ছিল ২০২২-২৩ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার ৭ শতাংশ হতে পারে। কিন্তু কার্যক্ষেত্রে সেই প্রত্যাশা ছাপিয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্তোষপ্রকাশ করে বলেছেন, ‘জিডিপি বৃদ্ধির এই হার ভারতীয় অর্থনীতির স্থিতিশীলতারই প্রমাণ দিয়েছে।’

1st     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ