বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

নিয়ন্ত্রণ রেখায় অস্ত্র পাচারের চেষ্টা
ভেস্তে দিল বাহিনী, ধৃত তিন জঙ্গি

বিশেষ সংবাদদাতা, পুঞ্চ: উপত্যকায় ফের অস্ত্র ও মাদক পাচারের বড়সড় প্রচেষ্টা রুখে দিল ভারতীয় সেনাবাহিনী। জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরের নিয়ন্ত্রণরেখার কাছে এই অভিযানে গ্রেপ্তার করা হয়েছে তিন জঙ্গিকে। তাদের নাম মহম্মদ ফারুক (২৬), মহম্মদ রিয়াজ (২৩) এবং মহম্মদ জুবের (২২)। এরা প্রত্যেকেই কারমারা গ্রামের বাসিন্দা। সূত্রের খবর, মঙ্গলবার রাত দেড়টা নাগাদ গুলপুর সেক্টরের কারমারা গ্রামে নিয়ন্ত্রণ রেখার কাছে টহলদারির সময়ে সন্দেহভাজন গতিবিধি নজরে আসতেই তৎপর হয় নিরাপত্তারক্ষী বাহিনী। এরপরই শুরু হয় দু’পক্ষের মধ্যে গুলির লড়াই। এরইমধ্যে সন্দেহভাজন তিন জঙ্গিকে ঘিরে ফেলে বাহিনী।  সংঘর্ষে যশপ্রীত সিং নামে এক সেনা জওয়ান আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  ধৃতদের মধ্যে মহম্মদ ফারুকের পায়ে গুলি লেগেছে। ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। জঙ্গিদের কাছ থেকে মিলেছে একটি একে অ্যাসল্ট রাইফেল, দু’টি পিস্তল, ছ’টি গ্রেনেড, একটি আইইডি এবং ২০ প্যাকেট মাদক। উদ্ধার হওয়া মাদক হেরোইন বলেই মনে করা হচ্ছে। জানা গিয়েছে, আইইডিটি একটি প্রেসার কুকারের ভিতরে রাখা ছিল। প্রাথমিক অনুমান, সীমান্তের ওপার থেকেই এই মাদক ও অস্ত্র সরবরাহ করা হয়েছিল। সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি  চলছে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। 

1st     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ