বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

জরুরি অবতরণ, দুর্ঘটনা থেকে রক্ষা সেনা কপ্টারের

নয়াদিল্লি: ঘড়ির কাঁটায় তখন সকাল পৌনে নটা। আচমকাই মধ্যপ্রদেশের বিহান্দের এক মাঠে প্রবল শব্দে নেমে এল বায়ুসেনার এক হেলিকপ্টার। যা দেখতে রীতিমতো ভিড় জমে যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ওই কপ্টারটিকে ঘিরে রয়েছেন উৎসাহী গ্রামবাসীরা।  
বায়ুসেনা সূত্রে খবর, আর পাঁচটা দিনের মতোই চলছিল সামরিক প্রশিক্ষণ। কিন্তু হেলিকপ্টার মাঝ আকাশে উঠতেই বিপত্তি। পাইলটের উপস্থিত বুদ্ধিতে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ভারতীয় বায়ুসেনার অ্যাপাচে হেলিকপ্টার। আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই প্রযুক্তিগত ত্রুটি নজরে আসে তাঁর। তারপরই তিনি  জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। অবতরণের পরই এলাকায় আসেন বায়ুসেনার আধিকারিকরা। কপ্টারটিকে পরীক্ষা করে দেখেন ইঞ্জিনিয়াররা। তবে বড় কোনও ত্রুটি পাওয়া যায়নি বলেই খবর। বায়ুসেনার তরফে টুইট করে জানানো হয়, পাইলটরা এবং হেলিকপ্টার সুরক্ষিত রয়েছে। কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।  
বর্তমানে ভারতীয় বায়ুসেনার ২২টি এএইচ-৬৪ অ্যাপাচে হেলিকপ্টার রয়েছে। এই উন্নত প্রযুক্তির আরও ৬টি হেলিকপ্টার কেনার জন্য ২০২০ সালের ফেব্রুয়ারি মাসেই ৮০০ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে ভারতীয় বায়ুসেনা। মার্কিন এই যুদ্ধ হেলিকপ্টারটি শত্রুপক্ষকে তাড়া করে নিখুঁত লক্ষ্যে আঘাত হানতে সক্ষম।

30th     May,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ