বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

আপকে সমর্থনে নারাজ
পাঞ্জাব ও দিল্লির কং নেতৃত্ব
অর্ডিন্যান্স ইস্যু 

নয়াদিল্লি: দিল্লির অর্ডিন্যান্স ইস্যুতে আম আদমিকে সমর্থন না করার পক্ষেই মত দিয়েছেন দিল্লি ও পাঞ্জাবের সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস নেতা। হাত শিবির সূত্রে খবর, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের ডাকা বৈঠকে অধিকাংশ নেতাই কেজরিওয়ালের উপর ‘অনাস্থা’ প্রকাশ করেছেন। এই ইস্যুতে মতামত নিতে সোমবার দিল্লিতে পৃথক ভাবে দুই রাজ্যের নেতাদের সঙ্গে বৈঠক করেন খাড়্গে। সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও। বৈঠকে বেশিরভাগ প্রদেশ কংগ্রেস নেতাই কেজরিওয়ালকে সমর্থনের তীব্র বিরোধিতা করেন। আপ-কে বিজেপি’র ‘বি-টিম’ আখ্যা দিয়ে তাঁরা দাবি করেন, শুধু পাঞ্জাব কিংবা দিল্লিতেই নয় দেশের অন্যান্য রাজ্যেও কংগ্রেসের স্বার্থে আঘাত হেনেছে কেজরিওয়ালের দল। এমনকী সাম্প্রতিক গোয়া ও গুজরাতের ভোটেও আপ বিজেপির বি টিম হয়ে কাজ করেছে বলে মত কংগ্রেস নেতাদের। সূত্রের খবর, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীও এই ইস্যুতে আপকে সমর্থনের বিপক্ষে। কারণ ন্যাশনাল হেরল্ড মামলায় বিজেপিকে সমর্থন করেছে কেজরিওয়ালের দল। ওই মামলায় স্বয়ং সোনিয়া গান্ধীকেও জিজ্ঞাসাবাদ করেছে ইডি।
দিল্লিতে আমলাদের নিয়ন্ত্রণ হাতে রাখতে অর্ডিন্যান্স জারি করেছে মোদি সরকার। সেই অর্ডিন্যান্সের বিরুদ্ধে সমর্থন গড়ে তুলতে দিন কয়েক আগে কংগ্রেস সভাপতি খাড়্গে ও অন্যতম শীর্ষনেতা রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাতের আর্জি জানিয়েছিলেন আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। সেইসময় খাড়্গে তাঁকে জানিয়েছিলেন, প্রদেশ নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি। সেই সূত্রেই এদিনের বৈঠক। শীর্ষনেতৃত্বের সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে পাঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিং বলেন, ‘আমরা আমাদের মতামত জানিয়ে দিয়েছি। বাকিটা শীর্ষনেতৃত্বই ঠিক করবেন।’ অন্যদিকে, পাঞ্জাব কংগ্রেসের প্রাক্তন প্রধান সিধু জানান, বৈঠকের বিষয়বস্তু গোপন রাখতে বলা হয়েছে। তবে কংগ্রেস শেষ পর্যন্ত আপকে সমর্থন না করলে মহাজোটের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হবে বলে রাজনৈতিক মহলের ধারণা।
এদিকে, অর্ডিন্যান্স ইস্যুতে সীতারাম ইয়েচুরির সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।

30th     May,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ