বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

বিজ্ঞানের উৎস বেদ, পরে
আবিষ্কার পাশ্চাত্যের
দাবি ইসরো চেয়ারম্যানের

রাজকোট ও ভোপাল: সবই বেদে আছে। এমনই দাবি করলেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান এস সোমনাথ।  বীজগণিত, বর্গমূল, সময়ের ধারণা তো বটেই, এমনকি মহাবিশ্বের গঠন থেকে মায় বিমান-এসবই ছিল বেদে। এমনকী বাদ ছিল না স্থাপত্যবিদ্যাও। প্রাচীন বেদেই এগুলি পাওয়া গিয়েছে। পরে আরব দেশগুলি ঘুরে তা পৌঁছয় ইউরোপে। আর তার থেকেই এগুলিকে পশ্চিমি বিশ্বের বিজ্ঞানীদের আবিষ্কার হিসেবে দেখানো হয়। সেখান থেকেই উৎপত্তি আধুনিক বিজ্ঞানের। 
সবই যদি বেদে ছিল, তাহলে এই বিপুল জ্ঞানভাণ্ডার অগোচরে থেকে গেল কেন? এর কারণও  ব্যাখ্যা করেছেন সোমনাথ।  তাঁর কথায় ওই সময় ভারতীয় বিজ্ঞানীরা যে ভাষা ব্যবহার করতেন, তার কোনও লিপি ছিল না। সেজন্যই বেদের সুবিশাল ভাণ্ডারের হদিশ অনেক পরে জানা গিয়েছে।  ইসরোর চেয়ারম্যান বলেছেন, কানে শুনে ও হৃদয়ে আত্মস্থ করে বেদের শিক্ষা গ্রহণ করতে হতো শিক্ষার্থীদের। এই ভাবেই এই ভাষা টিকে ছিল। পরে দেবনাগরী হরফের ব্যবহার শুরু হয়। ইসরোর চেয়ারম্যান বলেন, সংস্কৃত ভাষাকে কীভাবে কম্পিউটারে ব্যবহার করা যায়, তা নিয়ে গবেষণা চলছে । তাঁর কথায়, সংস্কৃতে লেখা ভারতীয় সাহিত্য মৌলিকতা ও দার্শনিক দিক থেকে খুবই সমৃদ্ধ। এই ভাষায় জ্ঞান-বিজ্ঞানের যে চর্চা চলত, সেখানে সাংস্কৃতিক, আধ্যাত্মিক ও বিজ্ঞানের কোনও বিভাজন ছিল না। এরইমধ্যে বুধবারই কেন্দ্রীয় পশুপালনমন্ত্রী পুরুষোত্তম রুপালা গোমূত্র ও গোবরের গুণগানে পঞ্চমুখ হয়েছেন। গুজরাতের রাজকোটে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, দেশি গোরু ছাড়া পৃথিবীর আর কোনও প্রাণীর মলমূত্র পবিত্র নয়। এটা সর্বাংশে সত্য। এই আস্থা, বিশ্বাস ও ঐতিহ্য পূর্বপুরুষদের কাছ থেকে সঞ্চারিত হয়েছে। ভারতীয় প্রজাতির গোরুর মলমূত্র এতটাই পবিত্র যে, তা চুমুক দিয়ে পান করা যায় এবং কপালে তিলক কাটাও যায়। আর বিজ্ঞানসম্মতভাবে এই বিশ্বাস প্রমাণ করার পর সারা বিশ্বকে জোর গলায় বলার সময় এসেছে। 

26th     May,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ