বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

বিজেপি ক্ষমতা থেকে সরলেই
দুর্নীতিমুক্ত হবে দেশ, আক্রমণ কেজরির

নয়াদিল্লি: দুর্নীতি ইস্যুতে ফের বিজেপির সমালোচনায় সরব দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বুধবার বিধানসভায় আস্থা প্রস্তাবের উপর বক্তব্য রাখতে গিয়ে তাঁর কটাক্ষ, সিবিআই আর ইডির লাগাতার হানা সমস্ত দুর্নীতিগ্রস্তদের ‘একটি দলে’র ছাতার তলায় নিয়ে এসেছে। তাই বিজেপি ক্ষমতা থেকে সরলেই দুর্নীতিমুক্ত হবে দেশ। তিনি বলেন, ‘সমস্ত চোর, লুটেরা ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তি বিজেপিতে আশ্রয় নিয়েছেন। তাই গেরুয়া সরকার ক্ষমতাচ্যুত হলেই ওই সব লোকজন জেলে যাবে। এতেই দেশ দুর্নীতিমুক্ত হবে।’ 
বিজেপি সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের কণ্ঠরোধের প্রতিবাদে সরব বিরোধী দলগুলি। এই প্রশ্নেও কেন্দ্রের শাসকদলকে নিশানা করেন আম আদমি পার্টির সুপ্রিমো। তিনি বলেন, ‘গণতন্ত্রকে দুমড়েমুচড়ে শেষ করে দেওয়ার একটা সুযোগ পেলেই বিজেপির তার সদ্ব্যবহার করতে উঠে পড়ে লেগে যায়।’  মুখ্যমন্ত্রীর দাবি, ‘কেন্দ্রের বিজেপি সরকার তো বিরোধীদের কাজই করতে দেয় না। কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি।  বিজেপি আমাদের বিরুদ্ধে অনাস্থা আনতে পারবে না। তারপরও আমরা বিজেপি বিধায়কদের বক্তব্য পেশের সুযোগ দিয়েছি। আমরা সমালোচনাকে খোলা মনেই গ্রহণ করি। কিন্তু ওরা লড়াই আর কুকথা ছাড়া অন্য কিছু জানে না। আগামী বিধানসভা ভোট তো বটেই, ২০৫০ সালের নির্বাচনেও দিল্লিতে জিততে পারবে না বিজেপি।’আম আদমি পার্টিতে ভাঙন ধরাতে বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি ব্যবহারের অভিযোগে ফের সরব হয়েছেন কেজরিওয়াল।  

30th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ