বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

স্ট্যান্ডিং কমিটির গুরুত্ব কমাচ্ছে
সরকার, ধনকারকে চিঠি ক্ষুব্ধ জয়রামের

নয়াদিল্লি: সংসদের স্ট্যান্ডিং কমিটিকে এড়িয়ে সংশোধিত অরণ্য সংরক্ষণ বিলকে যাচাইয়ের জন্য জয়েন্ট কমিটির কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। এতে স্ট্যান্ডিং কমিটির মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। রাজ্যসভার চেয়ারম্যান তথা উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকারকে চিঠি পাঠিয়ে এমনই অভিযোগ করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। চিঠিতে তিনি লিখেছেন, সংশোধিত বিলটি বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির আওতায় পড়ে। রাজ্যসভার এই কমিটির চেয়ারম্যান রমেশ। অথচ সেই কমিটিকেই গুরুত্ব না দিয়ে বিলটি প্রথমে লোকসভার জয়েন্ট কমিটিতে, পরে রাজ্যসভার জয়েন্ট কমিটিতে পাঠানো হয়েছে। রমেশ প্রশ্ন তুলেছেন, বিলটির খুঁটিনাটি যাচাই এড়াতেই কি এই পথ নিয়েছে সরকার? রমেশ আরও বলেন, তিনি চেয়ারম্যান হলেও কমিটির অধিকাংশ সদস্যই শাসক দলের। গণতান্ত্রিকভাবেই কমিটির কাজ পরিচালনা করা হয়। এত কিছুর পরেও কমিটিকে এড়িয়ে যাওয়ার পথ নিয়েছে সরকার। 
জয়েন্ট কমিটি নিয়েও আপত্তির কথা জানিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, রাজ্যসভার পক্ষ থেকে যে জয়েন্ট কমিটির সদস্যের তালিকা তৈরি করা হয়েছে, তাতে একজনও বিরোধী সদস্য নেই। তাই বিল নিয়ে সিদ্ধান্ত একতরফা হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রমেশ। ধনকারকে লেখা চিঠিটি টুইট করে রমেশ লিখেছেনে, ‘এই সিদ্ধান্ত সম্পূর্ণ রাজনৈতিক। তবে এই সরকারের থেকে এর বেশি কিছু আশা করা যায় না।’ 

30th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ